নওগাঁয় নিপা ভাইরাসে আরো এক শিশু আক্রান্ত
নওগাঁর মান্দা উপজেলার চকমনসুব গ্রামে আরো এক শিশু নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিভিল সার্জন মোজাহার হোসেন আজ বিকেলে এনটিভিকে বলেন, ‘এ রোগীর যে লক্ষণ এবং রোগের যে ইতিহাস, তাতে আমরা ধারণা করছি যে সে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুর সবুজের লালা ও রক্ত গ্রহণ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
এদিকে জেলার স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।
গত মাসের শেষ সপ্তাহে খেজুরের কাঁচা রস পান করে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মান্দা উপজেলার ভালাইন গ্রামের শিশু আপেল মাহমুদ (১১), কাউসার হোসেন (১৩) ও বালু বাজার গ্রামের যুবক হাফিজুল ইসলাম (২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিপা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিয়েছেন এমন ৩৯ জন নারী-পুরুষকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মধ্যে নয়জনের লালা ও রক্ত পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।