এই সময় শিশুদের ডায়রিয়া প্রতিরোধে করণীয়

ঈদের সময়টায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। ঈদে শিশুদের ডায়রিয়ামুক্ত রাখার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪৯৯তম পর্বে কথা বলেছেন ডা. রৌশনী জাহান। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : এখন ডায়রিয়ার সময়। এটি থেকে প্রতিরোধের কী উপায় রয়েছে?
উত্তর : এই ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা জরুরি। মায়েদেরও এখানে একটি ভূমিকা আছে। আর বাচ্চারা তো যেখানে সেখানে হাত দিয়ে ময়লা জিনিসটি মুখে দিয়ে ফেলে, এসব বিষয়ে সচেতন থাকতে হবে।
এরপর পানি, পানির বিষয়ে বলছি। আমাদের তো অনেক জায়গায় হয়তো কলের পানি বা টিউবয়েল নেই। সেই ক্ষেত্রে কষ্ট হলেও সেদ্ধ করে হলেও ফুটানো পানিটা খাওয়াতে হবে। আর যদি সম্ভব হয়, যদি চাপকল বা টিউবয়েলের পানি পাওয়া যায় তো সেটাও খাওয়ানো যেতে পারে। সেটাও কিন্তু বিশুদ্ধ। এই বিষয়টি খুবই মনে রাখতে হবে। আর যদি কারো ডায়রিয়া হয়েই যায়, তাৎক্ষণিকভাবে তার যেন পানিস্বল্পতা না হয়, সেটার ব্যবস্থা করতে হবে। সব সময় কিছু খাবার স্যালাইন, রাইস ওআরএস সেগুলো সাথে রাখতে হবে। কারণ শুধু পানি খাওয়ালেই তো হবে না।