মশা কেন কামড়ায়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/06/photo-1430913605.jpg)
মশা অত্যন্ত বিরক্তিকর একটি প্রাণী। বলা হয়, পৃথিবীতে যত লোক বাঘের কামড়ে মারা যায় তার চেয়ে বেশি মারা যায় মশার কামড়ে। সম্প্রতি গবেষকরা খুঁজে বের করেছেন মশার কামড়ের পেছনে সম্ভাব্য কারণ। তারা বলছেন, সাধারণত মশা কামড়ায় জিনগত কারণে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েব এমডি জানিয়েছে এই তথ্য।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের একদল গবেষক এই গবেষণাটি পরিচালনা করেছেন। গবেষণাটি চালানো হয় জমজদের ওপর। গবেষণার ফলাফলে দেখা যায়, দেহের জিন মানুষের শরীরের গন্ধ নির্ধারণ করে। আর এই গন্ধের প্রতি আকৃষ্ট হয় মশা।
গবেষকরা বলেন, গবেষণাটি মশা থেকে সুরক্ষার একটি নতুন দ্বার উন্মোচন করল। গবেষণাটির জ্যেষ্ঠ গবেষক জেমস লোগান বলেন, জিনগত বিষয় মশা কামড়ানোর জন্য দায়ী হতে পারে, বিষয়টি জানার ফলে মশার কামড় থেকে নিরাপদ থাকা যাবে। মশার ফলে যেসব রোগ হয়, সেগুলো থেকেও সুরক্ষা পাওয়ার পথ খুঁজে পাওয়া যাবে।
গবেষণাটিতে ১৮টি আইডেন্টিক্যাল (যেখানে জিনগত বিষয় এক থাকে) এবং ১৯টি ফ্রাটারনাল (যেখানে জিনগত বিষয় এক হয় না) নারী জমজের ওপর পরীক্ষা চালিয়ে দেখা যায় আইডেন্টিক্যাল জমজদের মশারা বেশি কামড়ায় ফ্রাটারনালদের থেকে।
জেমস লোগান আরো বলেন, ভবিষ্যতে হয়তো শরীরের লোশনের পরিবর্তে এমন কোনো ওষুধ আবিষ্কার হবে যা খেলে দেহের ভেতর থেকে পোকামাকড়কে আকর্ষণের উপাদানগুলো হ্রাস পাবে।