আলট্রাসনোগ্রাম কি শিশুর জন্য খারাপ?

অনেকদিন ধরেই গর্ভে শিশুর অবস্থান নির্ণয়ে আলট্রাসনোগ্রাম ব্যবহার হয়ে আসছে। এতে কি শিশুর ক্ষতি হওয়ার কোনো শঙ্কা আছে? এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫১৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. মিজানুল হাসান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের পরিচালক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : এই যে একধরনের শব্দ ব্যবহার করা হয়। গর্ভজাত সন্তানের এ ধরনের শব্দে কি কোনো সমস্যা হতে পারে?
উত্তর : এই পর্যন্ত প্রায় ৫০ বছরের বেশি আলট্রাসাউন্ড ব্যবহার হচ্ছে, এই পর্যন্ত অনেক গবেষণা এর ওপর হয়েছে। তবে এমন কোনো ফলাফল পাওয়া যায়নি যে গর্ভস্থ শিশুর ওপর এর কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়। কাজেই আমরা বলতে পারি যে আলট্রাসনোগ্রাম একটি নিরাপদ প্রক্রিয়া।