বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/10/photo-1476095145.jpg)
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির উদ্যোগে আজ সোমবার সকালে ঢাকা ও সারা দেশে বিভাগীয় জেলা শহরগুলোতে মানববন্ধন, শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
এর অংশ হিসেবে আজ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করা হয়। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ : সবার জন্য প্রাথমিক মনোবৈজ্ঞানিক ও মানসিক স্বাস্থ্য সহায়তা’।
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি, বাংলাদেশ এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি সোসাইটিসহ মনোবিজ্ঞান বিষয় পাঠদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরের বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন অনেক সংগঠন।
মনোবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সমিতির সহসভাপতি ড. জাফর আহমেদ খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শামসুদ্দীন ইলিয়াস, ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসরীন ওয়াদুদ, সমিতির যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুজ্জামান মজুমদারসহ বিশিষ্ট মনোবিজ্ঞানীরা বক্তব্য দেন।
বক্তারা সুস্থ জীবন ও সমাজ গঠনে শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টি সমানভাবে গুরুত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ক্ষেত্রে বর্তমানে যে চরম অসহিষ্ণুতা, অশ্রদ্ধাবোধ, আগ্রাসী ও আক্রমণাত্মক মনোভাব, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিকাশ—এসবই মানসিক অসুস্থতার বহিঃপ্রকাশ বলে বক্তারা উল্লেখ করেন।
মনের সুস্থতা ও মনের শান্তি বিঘ্নিত হলে এবং তা যথাযথভাবে চিকিৎসা করা না হলে মানব আচরণের অস্বাভাবিকতা বৃদ্ধি পাবে এবং সমাজে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তৃতি ঘটবে। তাই ‘মানসিক স্বাস্থ্যে’র প্রতি অধিক গুরুত্ব দেওয়া উচিত।
বক্তারা প্রস্তাবিত ‘মানসিক স্বাস্থ্য আইন’ প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটিসহ দেশের বিশিষ্ট মনোবিজ্ঞানীদের পরামর্শ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।