স্কুল শুরুর আগে শিশুর চোখ পরীক্ষা করান

একটি শিশু নতুন স্কুল শুরুর আগে তার চোখ পরীক্ষা করানো জরুরি। ছোটবেলায় অলস চোখের সমস্যা থাকতে পারে। একটি চোখ ভালো, অন্যটি খারাপ থাকতে পারে। ছোটবেলায় চিকিৎসা না নিলে এর চিকিৎসা জটিল হয়ে দাঁড়ায়।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫২৪তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. শাহীন রেজা চৌধুরী। বর্তমানে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুর চোখের বিষয়ে আপনার পরামর্শ কী থাকবে মা-বাবার প্রতি?
উত্তর : আমার পরামর্শ, অভিভাবকদের আমি বলি, স্কুলে নেওয়ার সময়, একজন চোখের চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে জানতে হবে, আমার ছেলে/মেয়ে দুই চোখে সমান দেখে কি না। এটি হলো একটি।
ইপিআই শিডিউল হলো আমাদের দেশে এক নম্বর শিডিউল। এই শিডিউলের ১০ নম্বর টিকা তো আছেই, ১১ নম্বর টিকার ক্ষেত্রে যদি সিল মেরে দেয় যে পাঁচ বছর বয়সে চোখের পরীক্ষা করান, সরকারের দায়িত্ব এটি করে দেওয়া। এটি যদি নাও করতে পারে, ইপিআই কার্ডের মধ্যে যদি এটি লিখেও দেয়, তাহলেও মানুষ একে অনুসরণ করবে। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ভালো জাতি তৈরি করতে হলে চোখ ভালো থাকতে হবে।