শিশুর অ্যানাল ফিসারের সমস্যা

অনেক সময় শিশুদের অ্যানাল ফিসার বা মলদ্বার চিরে যাওয়ার সমস্যা হয়ে থাকে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫২৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. আহম্মেদ-উজ-জামান। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুর কোন কোন অসুবিধা হলে মা-বাবা বুঝবেন তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে বা মলত্যাগ করতে সমস্যা হচ্ছে? এবং অ্যানাল ফিসারের দিকে যাচ্ছে?
উত্তর : শিশুরা সাধারণত তার সমস্যা বুঝিয়ে বলতে পারে না। তবে মা-বাবার যেটা লক্ষ রাখা উচিত সেটা হলো, সন্তান মলত্যাগ করতে কোনো কষ্টবোধ করছে কি না বা মলত্যাগ করছে কি না বা মলত্যাগের সময় কোনো ধরনের রক্ত আসছে কি না—এটা একটু খেয়াল করা উচিত। পাশাপাশি যখন লক্ষণটা আমরা বুঝতে পারি, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চাটি মলত্যাগ করতে চাইছে না। মলত্যাগ করতে ভয় পাচ্ছে। মলত্যাগ করার কথা বললে কান্নাকাটি করছে। সে মলদ্বারে ব্যথা পায়। এ রকম লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রশ্ন : এ জাতীয় সমস্যা নিয়ে এলে আপনারা প্রাথমিকভাবে কীভাবে সেটি ব্যবস্থাপনা করেন?
উত্তর : মূলত এ বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার কারণে আমি প্রথমে তার মলদ্বারটা পরীক্ষা করি। দেখার পর যখন বুঝি যে তার আসলে অ্যানাল ফিসার, তখন প্রাথমিকভাবে আমরা চেষ্টা করি তার মল নরম করার জন্য। তার কিছু খাবার বদলে দেওয়ার জন্য মা-বাবাকে উপদেশ দিই, যাতে খাবার সহজে হজম হয়। পানি খাওয়ানো, সবজিজাতীয় খাবার দিয়ে তার মল নরম রাখা। বড়দের ক্ষেত্রেও একই। বড়দের যত সহজে বোঝানো যায়, ছোটদের তত সহজে বোঝাতে পারবেন না। তারা অভ্যস্ত জাঙ্ক ফুড খেয়ে।
প্রশ্ন : কোন কোন খাবার এটি প্রতিরোধে কার্যকর?
উত্তর : শিশুদের ক্ষেত্রে হোক বা বড়দের ক্ষেত্রে, যদি কেউ বেশি রাত জাগে, সে ক্ষেত্রে মলটা কিছুটা কঠিন হয়ে যায়। সুতরাং ঘুমের অভ্যাস ও ঘুম থেকে ওঠার অভ্যাস—এসব ক্ষেত্রে কিছুটা পরিবর্তন দরকার। পাশাপাশি যেসব খাবার খেলে মল সহজ হবে, সেগুলো খেতে হবে। আমরা যেটা বলি প্রচুর আঁশযুক্ত খাবার, সবজি, প্রচুর পানি—এগুলো খেলে কিন্তু সাধারণত মল নরম হয়। দুধ বা দুধজাতীয় খাবার খেলেও মল নরম হয়।