শিশুর বমি নিয়ে চিন্তিত?

বাচ্চার বমি নিয়ে সাধারণত বাবা মা খুব উদ্বিগ্ন থাকেন। বাবা-মা বাচ্চাদের নিয়ে এলে তাদের প্রধান অভিযোগই থাকে, তাদের বাচ্চা যেকোনো কিছু খেলেই পেটে রাখে না, বমি করে দেয়। তবে এ ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
বাচ্চারা বড় হতে থাকলে হজম পদ্ধতি বৃদ্ধি পেতে থাকে। সেই ক্ষেত্রে সব খাবার তারা হজম করতে পারে না। এতে তার খাবার বমি করে ফেলে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বাচ্চাকে দেবেন না। সেক্ষেত্রে বাজার থেকে ওআরএসের যেই স্যালাইনটি কিনতে পাওয়া যায় সেটি প্রতিবার বমির পর খাওয়ানোর চেষ্টা করবেন। তবে যদি দেখেন বাচ্চারা অতিরিক্ত বমি করছে, অতিরিক্ত বমির কারণে হাত পা দুর্বল হয়ে পড়ছে, খিঁচুনি হচ্ছে অথবা চোখ উল্টে যাচ্ছে, কিংবা অস্বাভাবিক ব্যবহার করছে, অথবা অস্বাভাবিক মনে হচ্ছে তখন অবশ্যই আশপাশে কোনো চিকিৎসকের কাছে যাবেন।
অনুলিখন : শাশ্বতী মাথিন