নির্দিষ্ট সময় টিকা দিতে ভুলে গেলে কী করবেন?

শিশুকে টিকা দেওয়া জরুরি এবং সেটি নির্দিষ্ট সময়ে। তবে যদি নির্দিষ্ট সময়ে টিকা দিতে ভুল হয়ে যায় সেক্ষেত্রে কী করতে হবে? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৮৭তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সাইদা আনোয়ার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : নির্দিষ্ট সময় টিকা না দেওয়া হলে করণীয় কী?
উত্তর : ছয় মাস বয়সে না গিয়ে যদি ১০ মাস বয়সে শিশুকে টিকা দিতে কেউ নিয়ে যায় সেক্ষেত্রে টিকার শুরু কিন্তু একইভাবে করবে। প্রথমে ছয় সপ্তাহ বয়সে যে টিকা দেওয়ার কথা ছিল পেন্টাভেলেন ভ্যাকসিন, পাশাপাশি পিসিভি ও নিউমোক্কাল ভ্যাকসিন দুটোই কিন্তু দিয়ে দেবে। শুরু একই রকম হবে। এরপর থেকে তিনটি ডোজ পাবে। ছয়বার টিকা কেন্দ্রে যেতে হবে।
প্রশ্ন : মাঝখানে কোনো ডোজ যদি দিতে ভুলে যায় সেক্ষেত্রে কী করতে হবে?
উত্তর : মাঝখানে ডোজ ভুলে গেলে কোনো অসুবিধা নেই। ধরুন দ্বিতীয় ডোজ দেওয়ার পর তৃতীয় ডোজের ক্ষেত্রে ডেট ভুলে গেছে, যখনই যাবে তখনই তৃতীয় ডোজ দেওয়া হবে। এতে গুণগত মানের কোনো হেরফের হবে না। অন্তত চার সপ্তাহের মধ্যে বিষয়টি হতে হবে। এমন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে।
প্রশ্ন : এই টিকাগুলো একবার দিলে সে কি সারাজীবনের জন্য নিশ্চিন্ত?
উত্তর : আসলে কিছু কিছু ভ্যাকসিন আছে জীবনব্যাপী সুরক্ষা দেয়। আর কিছু কিছু ভ্যাকসিন আছে সেটাও সুরক্ষা দিচ্ছে কি না সেটাও দেখার সুযোগ আছে। যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন কাজ করছে কি না এটা কিন্তু আমরা রক্তে দেখতে পারি। পরীক্ষা করে দেখতে হবে। একটি মাত্রা আছে এর নিচে থাকলে আবার নতুন করে ভ্যাকসিন দিতে হবে। আর কিছু কিছু পর্যায় আছে একটি বুস্টার ডোজ দিলেই হয়ে যায়।