ত্বকের বলিরেখা দূর করে আলুর রস

আলুর রস ত্বকের জন্য বেশ উপকারি। প্রাকৃতিক এই উপাদানটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নিয়মিত ত্বকে আলুর রস ব্যবহার করলে ত্বকের যেকোনো সমস্যার সমাধান সম্ভব। বোল্ডস্কাই ওয়েবসাইটে আলুর রসের কার্যকারিতার কিছু দিক তুলে ধরা হয়েছে। চলুন,এক নজরে জেনে নিন আলুর রস আপনার ত্বকের জন্য কতটা প্রয়োজনীয়-
বলিরেখা দূর করে
প্রতিদিন ত্বকে আলুর রস ব্যবহার করলে ত্বকে বলিরেখা পড়ার আশঙ্কা থাকবে না এবং ত্বক হবে আরো উজ্জ্বল ও প্রাণবন্ত।
চোখের নিচে কালো দাগ দূর করুন
আলুর রস হাতের আঙুলে নিয়ে চোখের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। এতে খুব সহজে চোখের নিচের কালো দাগ দূর হবে।
চোখের ফোলা ভাব কমায়
শসার রসের সঙ্গে আলুর রস মিশিয়ে নিয়মিত চোখে ম্যাসাজ করলে চোখের ফোলা ভাব কমে যাবে। যাঁদের চোখে ফোলা ফোলা একটা ভাব থাকে তাঁরা এই প্যাক ব্যবহার করে দেখতে পারেন।
ত্বকের কালো দাগ দূর করে
আলুর রস দিয়ে নিয়মিত ১০ মিনিট ম্যাসাজ করলে ত্বকের কালচে ভাব দূর হবে। এ ছাড়া অনেক সময় ত্বকে কালো কালো ছোপ দাগের মতো দেখা যায় সেগুলো আলুর রসে খুব সহজে দূর হবে।
চুল পরা কমায়
সপ্তাহে অন্তত ১ দিন আলুর রস এবং মধু একসঙ্গে মিশিয়ে চুলে এবং মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। এতে চুল পরা অনেকটা কমে যাবে এবং খুশকি দূর হবে।
সানবার্ন দূর করে
প্রতিদিন বাসায় ফিরে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে আলুর রস ব্যবহার করুন। এতে ত্বকের পোড়া দাগ অনেকটা দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে।