বর্ষার দিনের ত্বকের যত্নআত্তি

কদিন পরেই পুরোপুরি শুরু হবে বর্ষার মৌসুম। বর্ষায় প্রকৃতিতে স্নিগ্ধ ভাব থাকলেও ত্বকের ক্ষেত্রে হয় ঠিক উল্টো। বৃষ্টির কারণে ত্বক হয়ে পড়ে নিষ্প্রাণ, শুষ্ক ও মলিন। তাই এ সময়ে চাই ত্বকের বাড়তি যত্নআত্তি। বর্ষার দিনে কীভাবে ত্বকের যত্ন নেবেন, সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটে। চলুন, এক নজরে জেনে নিন বৃষ্টিতে কীভাবে নিজের ত্বক সুস্থ রাখবেন—
ক্লিনজিং করা খুবই জরুরি
বৃষ্টির সময় চারদিকে অনেক ঠান্ডা থাকে। তাই এ সময়ে ত্বকের কোষগুলো বন্ধ হয়ে যায়। যার ফলে ব্রণ হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে এই সময়ে ত্বক ভালো করে পরিষ্কার করা জরুরি। এ সময়ে ত্বক অনেকটা তেলতেলে হয়ে যায় এবং অনেক ময়লা জমে। ভালো মানের একটি ক্লিনজার দিয়ে নিয়মিত বাসায় ফিরে মুখের ত্বক পরিষ্কার করুন। এতে এই মৌসুমেও আপনার ত্বক সুস্থ থাকবে।
শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজার জরুরি
এই আবহাওয়ায় শুষ্ক ত্বক আরো শুষ্ক হয়ে যায়। তাই এ সময়ে ত্বকে অ্যালার্জিসহ র্যাশ হওয়ার আশঙ্কা থাকে। মধু ও দুধ একসঙ্গে মিশিয়ে পুরো মুখে মেখে সারা রাত রেখে দিন। এটি ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখবে। ভুলেও এ সময়ে মুখে সাবান বা ক্ষারজাতীয় ফেসওয়াশ ব্যবহার করবেন না। এতে মুখ আরো শুষ্ক হয়ে বলিরেখা পড়তে পারে।
ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকা যাবে না
বৃষ্টির সময় নিজের ইচ্ছায় হোক আর অনিচ্ছায়, ভিজতেই হয়। তবে ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকলে ছত্রাকে আক্রান্ত হতে পারেন এবং ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে। যার ফলে ত্বক রুক্ষ হয়ে যায় এবং ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়। মুখ, হাত ও পা বৃষ্টিতে ভেজার পর সঙ্গে সঙ্গেই পানি দিয়ে ধুয়ে ফেলা উচিত। দুই ঘণ্টা পর আবারো ধুয়ে ফেলুন। এতে ছত্রাক থেকে মুক্তি পাবেন।
মিশ্র ত্বকে বরফ ঘষুন
এ সময়ে মিশ্র ত্বকে মুখ ধোয়ার পর বরফ ঘষে নিন। এতে ত্বকের তেলতেলে ভাব দূর হয়ে ময়েশ্চারাইজার বজায় থাকবে। এ ছাড়া লেবুর রস ও পানি একসঙ্গে মিশিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। এটি মিশ্র ত্বককে সুস্থ রাখে।
ঘরে তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন
মুলতানি মাটি, নিমপাতা, পুদিনা পাতা ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বককে নরম করবে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে ত্বকের ব্রণ দূর করবে।