এ বছরের ট্রেন্ডি মেকআপ লুক

প্রতিবছরই মেকআপের প্রচলনে একটু হলেও পরিবর্তন আসে। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। তবে এবার মেকআপে পরিবর্তনের পাশাপাশি যোগ হয়েছে নতুন মাত্রা। লাইফস্টাইল এবং ফ্যাশনবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই এ বছরের জনপ্রিয় নতুন কয়েকটি মেকআপ লুকের পরামর্শ দিয়েছে, যা আপনার লুককে অনেক বেশি গর্জিয়াস এবং ট্রেন্ডি করে তুলবে।
১. ঘন আইব্রো
চিকন এবং কৃত্রিম আইব্রোর দিন শেষ। এ বছর একটু মোটা এবং ঘন আইব্রোর ট্রেন্ড থাকবে, যা দেখতে স্বাভাবিক ও মার্জিত লাগবে। সৌন্দর্যের কোনো কমতি থাকবে না এতে।
২. ঘন করে কালো আইলাইনার
চোখে টেনে টেনে চিকন রং-বেরঙের আইলাইনারের চল এ বছর আর থাকবে না। ঘন করে কালো আইলাইনার চোখকে অনেক বেশি সুন্দর এবং ফ্যাশনেবল করে তুলবে, যা আপনার ট্রেন্ডি লুক ধরে রাখবে।
৩. বার্বি লিপ
এ বছর বার্বি পুতুলের মতো পিংক ঠোঁটের চলটা একটু বেশিই থাকবে, যা আপনাকে অনেক বেশি সতেজ লুক দেবে। বয়সটাও কিছু কমিয়ে দেবে। ফ্যাশন-বোদ্ধারা বলছেন, এ বছর এই লুকটিই বেশি জনপ্রিয় হবে।
৪. নুড মেকআপ
নুড মেকআপ মানে হলো, মেকআপ করবেন, কিন্তু তা এতটাই হালকা হবে যে বোঝার কোনো উপায় থাকবে না। তবে স্বাভাবিক লুকে অনেক বেশি গর্জিয়াস লাগবে। প্রথমে ফাউন্ডেশন দিয়ে হালকা বেইজ করে লাইট কালারের ব্লাশন ব্যবহার করুন। হালকা গ্লসি লিপস্টিক এবং নুড আইশ্যাডো ব্যবহার করুন, স্নিগ্ধতা ছড়িয়ে দিন।
৫. মেটালিক শেডের আইশ্যাডো
এ বছর মেটালিক শেডের আইশ্যাডোর দখলে থাকবে। পার্টি লুকের জন্য বেছে নিতে পারেন সিলভার ও গোল্ডেন শেডের আইশ্যাডো। তবে মনে রাখবেন, যখন এ ধরনের আইশ্যাডো ব্যবহার করবেন, তখন চিকন করে আইলাইনার ব্যবহার করবেন। এতে আপনার ন্যাচারাল লুক বজায় থাকবে এবং চোখ অনেক বেশি হাইলাইট হবে।
৬. গ্রেডিয়েন্ট লিপস্টিক
ঠোঁটের ভেতরের দিকে গাঢ় শেডের লিপস্টিক এবং হালকা রঙের লিপস্টিক দিয়ে পুরো ঠোঁট কভার করা। একেই গ্রেডিয়েন্ট লিপস্টিক দেওয়া বলে। এই নতুন লুক এ বছর বেশ সাড়া ফেলবে বলে মনে করছেন ফ্যাশন-বোদ্ধারা।
৭. ক্যাট আইলাইনার
চোখের ওপর চিকন করে দিয়ে শেষের দিকে গাঢ় এবং ঘন করে টেনে টেনে আইলাইনার দিন। এটি বেশ চর্চার ব্যাপার। তবে সঠিকভাবে করতে পারলে অনেক বেশি আকর্ষণীয় এবং ট্রেন্ডি লাগবে, যা এ বছরের জনপ্রিয় মেকআপ লুক হবে।
৮. গোলাপি ব্লাশন
রোজবেরি থেকে ফুশিয়া—যেকোনো গোলাপি শেডের রং বেছে নিতে পারেন ব্লাশনের জন্য। মেকআপে গোলাপি আভা এ বছরের ট্রেন্ডি লুক ধরে রাখবে, যা তরুণী থেকে মাঝবয়সী সবার জন্যই মানানসই।
৯. মাল্টিকালার আইশ্যাডো
কালো আইলাইনারের ওপর এক শেডের আইশ্যাডোর দিন শেষ। এবার একই চোখে বিভিন্ন রঙের আইশ্যাডো আপনার মেকআপকে আরো গর্জিয়াস করবে। এ বছর রঙিন আইলাইনারের সঙ্গে মাল্টিকালার আইশ্যাডোর প্রচলন বেশ কিছুদিন থাকবে।