বর্ষায় পাঁচ উপায়ে চুল সুস্থ রাখুন

এখন বর্ষার মৌসুম। কারণে বা অকারণে বৃষ্টিতে ভিজতেই হয়। আর এর ফলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় আমাদের চুল। তাই এই সময়ে চাই চুলের বাড়তি যত্ন-আত্তি। বোল্ডস্কাই ওয়েবসাইটে বর্ষায় কীভাবে চুলের যত্ন নেবেন, সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। চলুন, একনজরে জেনে নিন বর্ষায় চুলকে সুস্থ রাখার উপায় :
নিয়মিত পরিষ্কার রাখা
বৃষ্টিতে চুল ভিজলে কেমন একটা আঠা আঠা ভাব হয়ে যায়, যা চুলের গোড়ায় ছত্রাক তৈরি করে খুশকি সংক্রমণ করে। তাই বাইরে থেকে বৃষ্টিতে ভিজে এলে অবশ্যই বাসায় ফিরে হালকা শ্যাম্পু করে ফেলবেন। এতে চুলের সঙ্গে মাথার ত্বকও সুস্থ থাকবে।
কন্ডিশনার করতে ভুলবেন না
এ সময়ে শুধু শ্যাম্পুই যথেষ্ট নয়। অবশ্যই নিয়মিত কন্ডিশনিং করতে হবে। যদি স্বাস্থ্যকর এবং ঝলমলে চুল পেতে চান, তাহলে শ্যাম্পু করার পর কন্ডিশনার দিয়ে ১৫ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। এতে চুল অনেক বেশি ঝরঝরে হবে।
প্রতিদিন তেল দেওয়া
ময়লা, ঘাম, বৃষ্টির পানি সবকিছু মিলে চুলের স্বাভাবিক তেল নিঃসরণ বন্ধ হয়ে যায়। তাই নিয়মিত চুলে তেল দিয়ে শ্যাম্পু করার চেষ্টা করুন। এতে চুল সুস্থ থাকবে। তবে রাতে তেল দিয়ে সকালে শ্যাম্পু করা চুলের জন্য বেশ কার্যকরী।
চুলে কালার ও জেল ব্যবহার না করা
বৃষ্টির সময় চুল অনেকক্ষণ ভেজা থাকে। তাই এ সময় চুলে কোনো কেমিকেল ব্যবহার করা ঠিক না। এতে চুল পড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তাই যতটা সম্ভব চুলে কালার করা অথবা জেল ব্যবহার করা এড়িয়ে চলতে হবে। তাহলে চুল সুস্থ থাকবে এবং চুল পড়া বন্ধ হবে।
ভালোভাবে চুল শুকানো
বেশিক্ষণ ভেজা থাকলে চুল ভেঙে যায়, পড়ে যায় এবং রুক্ষ হয়ে যায়। এ ছাড়া ময়লাও বেশি জমে। তাই যত তাড়াতাড়ি সম্ভব বৃষ্টিতে ভেজা চুল শুকিয়ে ফেলুন। এতে চুলের অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন।