পশ্চিমা পোশাকে স্নিগ্ধ সাজ

ওয়েস্টার্ন আউটফিট বা পশ্চিমা পোশাক যা-ই বলি না কেন, এই পোশাকের সঙ্গে যখন সাজের প্রসঙ্গ আসে, তখন রাফ একটা লুকই আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এলিগ্যান্ট একটা আবেদন না থাকলে পশ্চিমা পোশাক যেন জমেই না! দিন দিন এ ধারণাই বিস্তর পরিবর্তন এসেছে। এখন আর পশ্চিমা পোশাক মানেই ভিন্ন ধাঁচের লুক হতে হবে, এমনটা ভাবার কোনো অবকাশ নেই। এমনটাই মনে করেন বিউটি এক্সপার্ট ফারনাজ আলম। পশ্চিমা পোশাকের সঙ্গে স্নিগ্ধ সাজও বেশ মানিয়ে যায় এখন। এ ধরনের পোশাকের সঙ্গে স্নিগ্ধ মেকআপ কীভাবে করবেন, সে সম্বন্ধে বিস্তারিত জানিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও অ্যাসথেটিশিয়ান ফারনাজ আলম।
ফারনাজ আলম কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো থেকে ত্বক বিষয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। কানাডায় থাকার সময় ম্যাক কসমেটিকসের সঙ্গে বেশ কিছুদিন কাজও করেছেন তিনি। সেখানে ডার্মাটোলজিতেও কোর্স করা আছে ফারনাজের। এর পর লন্ডনের নর্থ আম্বরিয়া ও মালয়েশিয়ার টেইলোরস থেকে আর্কিটেকচারের ওপর দুটি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি অ্যাসথেটিকসের ওপর পড়াশোনা করেন, যা ২০১১ সালে শেষ করেন। বর্তমানে মায়ের প্রতিষ্ঠানে ডিরেক্টরের আসনে রয়েছেন। বিশ্বের ১০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ল'রেল কন্টেস্টে ফাইনালিস্ট হয়েছেন ফারনাজ আলম। বর্তমানে ল'রেল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রয়েছেন তিনি।
পশ্চিমা পোশাকের সঙ্গে স্নিগ্ধ মেকআপের খুঁটিনাটি বিষয় জানতে চাইলে বিউটি এক্সপার্ট ফারনাজ আলমের দেওয়া পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন—
স্নিগ্ধ সাজের টুকিটাকি
প্রথমে সামান্য লিকুইড ফাউন্ডেশন হাতে নিয়ে একটি বাফিং ব্রাশ দিয়ে মেকআপের বেইজ করে নিন। ব্রাশ দিয়ে এমনভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করে দিন, যাতে ত্বকের সঙ্গে মিশে যায়। এতে মুখ অনেকটা স্বাভাবিক লাগবে এবং মেকআপের বেইজও ভালো হবে। এবার একটি চিকন পাফ ভিজিয়ে মুস ফাউন্ডেশন দিয়ে পুরো মুখে ভালোভাবে ব্লেন্ড করে নিন। বেইজটা বসবে ভালো। বেইজের ক্ষেত্রে সবশেষে ফিনিশিং পাউডার দিয়ে পুরো মেকআপ সেট করে নিন। থিক একটি ব্রাশ দিয়ে মুখে ভালো করে পাউডার ব্লেন্ড করে দিন। ডার্ক ব্রাউন কালার কন্টোরিং পাউডার অথবা ক্রিম দিয়ে দুই পাশের গালে কন্টোরিং করে নিন। চিক ও কানের মাঝখান থেকে একটু নিচ পর্যন্ত টেনে কন্টোরিং করে নিন। এবার দুই চিকে হালকা ব্রাউন কালার ব্লাশন দিন। ব্লাশন ব্রাশ দিয়ে ভালোভাবে দুই গালে সমান পরিমাণ ব্লাশন ব্যবহার করুন। চোখে প্রথমে সিমার সিলভার অথবা ব্রাউনিশ আইশ্যাডো দিন। এবার ব্রাশ দিয়ে আইশ্যাডো ভালো করে ব্লেন্ড করে নিন। সবশেষে হাইলাইটে সিমারি হোয়াইট কালার আইশ্যাডো দিন।
চোখকে প্রমিনেন্ট করতে টেনে আইলাইনার ব্যবহার করুন। এতে চোখ অনেক বেশি হাইলাইট হবে। আপনি চাইলে আইল্যাশ ব্যবহার করতে পারেন। এবার গাঢ় করে মাশকারা দিন। এবার স্কিন কালারের লিপস্টিক দিন ঠোঁটে। চাইলে হালকা লিপগ্লসও দিতে পারেন। চুল নিচের দিকে হালকা ব্লোড্রাই করে খোলা রাখতে পারেন। অথবা পনিটেল করে উঁচু করে বাঁধতে পারেন। দেখতে ভালো লাগবে।
পশ্চিমা ধাঁচের পোশাক
আজকাল লং এক ধরনের গাউন পাওয়া যায়, যার সামনের দিকে খোলা থাকে। যেকোনো শর্ট একটা টপসের সঙ্গে জিন্স পরে তার ওপর এই লং গাউন পরুন। দেখতে অসাধারণ লাগবে। এ ধরনের আউটফিট যেকোনো অনুষ্ঠানেই ভালো মানায়।
পছন্দসই অনুষঙ্গ
পশ্চিমা আউটফিটের সঙ্গে গলায় বড় একটি নেকলেস পরুন। পুরো সাজটাই বদলে যাবে। তবে কোনো বাড়তি অনুষঙ্গ না পরলেই বরং ভালো মানাবে।
জুতা ও ব্যাগ
সাধারণত জিন্সের সঙ্গে উঁচু হিলের জুতা ভালো মানায়। কালো, সাদা অথবা অফহোয়াইট উঁচু হিল পরতে পারেন। দেখতে ভালো লাগবে। আর সঙ্গে কাঁধে ঝোলানো ছোট একটি পার্স নিতে পারেন।