৬টি অপ্রয়োজনীয় সৌন্দর্যপণ্য

অনেক সময় আমাদের মেকআপের বাক্স অপ্রয়োজনীয় কিছু সৌন্দর্যপণ্যে ভরা থাকে। অনেকের ধারণা, সব সৌন্দর্যপণ্যই প্রয়োজনীয়। তাই বাক্স ভর্তি করে রেখে দেন।
কিন্তু কিছু কিছু সৌন্দর্যপণ্য আপনার ত্বকের জন্য জরুরি না। আপনি অযথাই সেগুলো কেনেন এবং ব্যবহার করেন। যদিও সেগুলো আপনার কোনো উপকারেই আসে না। অপ্রয়োজনীয় সৌন্দর্যপণ্য আসলে কোনগুলো? কিছু পণ্য কার্যকরী না তাই সেগুলো অপ্রয়োজনীয়। আবার কিছু পণ্য সামান্য উপকার করে কিন্তু অনেক দামি। আর কিছু পণ্য আছে যার বদলে ঘরোয়া প্রসাধনী ব্যবহার করাই ভালো।
লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে এমন কিছু অপ্রয়োজনীয় পণ্যের কথা। এক নজরে দেখে নেওয়া যাক কোন প্রসাধনীগুলো ত্বকের জন্য অপ্রয়োজনীয়
টোনার
আপনার ত্বকে টোনারের কোনো প্রয়োজন নেই যদি আপনি ত্বক অনুযায়ী ক্লিনজার বা ফেসওয়াশ ব্যবহার করেন। ক্লিনজার অথবা ফেসওয়াশ ভালো মানের না হলে ত্বক রুক্ষ ও খসখসে হয়ে যায়। এর ফলে টোনার ব্যবহার করতে হয়। কিন্তু আপনি যদি ত্বক অনুযায়ী ক্লিনজার ব্যবহার করেন তাহলে টোনার দেওয়ার কোনো প্রয়োজন নেই।
ঘাড়ের ক্রিম
ঘাড়ের জন্য আলাদা করে ক্রিম কেনা মানে টাকার অপচয়। ময়েশ্চরাইজারই ঘাড়ে ব্যবহার করতে পারেন। একই ফল পাবেন। তাই অযথা ঘাড়ের জন্য আলাদা করে ক্রিম না কেনাই ভালো।
আই ক্রিম
বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ চোখের ক্রিম আর ময়েশ্চরাইজারের কার্যকারিতা একই। তাই অযথা টাকা নষ্ট না করে নিয়মিত চোখের নিচে ঘরে তৈরি কোনো ক্রিম ব্যবহার করতে পারেন। এটা বেশি উপকারী।
অ্যান্টি এজিং ক্রিম
বাজারে অনেক অ্যান্টি এজিং ক্রিম কিনতে পাওয়া যায়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এগুলো খুব একটা কার্যকরী না। তাই এ ধরনের ক্রিম ব্যবহার মানেই সময় ও টাকা নষ্ট।
চ্যাপস্টিক
আপনি ঠোঁটে চ্যাপস্টিক ব্যবহার করবেন কেন, যদি দুধ অথবা অলিভ অয়েল আপনার ঠোঁটে ময়েশ্চারাইজারের কাজ করে? তাই দামি ব্র্যান্ডের চ্যাপস্টিক না কিনে প্রাকৃতিক উপায়ে ঠোঁটের যত্ন নিন।
নাইট ক্রিম
বিশেষজ্ঞরা বলেন, সারা রাত মুখের ত্বক কোনো ক্রিম অথবা লোশন দিয়ে ঢেকে রাখার চেয়ে খালি মুখে ঘুমানো বেশি কার্যকরী। তাহলে নাইট ক্রিম আর কেন কিনবেন বলুন?