সৌন্দর্যচর্চায় গ্রিন টি-ব্যাগ

ত্বক ও চুলের জন্য বেশ উপকারী ব্যবহৃত গ্রিন টি ব্যাগ। ছবি : সংগৃহীত
আমরা সবাই জানি গ্রিন টি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। সচরাচর টি ব্যাগ ব্যবহারের পর আমরা ফেলে দিই। আজ থেকে আর এই ভুলটি করবেন না। কারণ এই ছোট টি ব্যাগটি আপনার সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিতে সক্ষম।
ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে ব্যবহৃত গ্রিন টি ব্যাগ সৌন্দর্যচর্চায় কী কী কাজে লাগে। চলুন, একনজরে দেখে নিন কীভাবে নিজের সৌন্দর্য বাড়াতে গ্রিন টি ব্যাগ ব্যবহার করবেন :
- ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখের ওপর রেখে দিন। এতে চোখের চারপাশের ত্বক টানটান হবে এবং চোখের নিচের কালো দাগ দূর হবে।
- গ্রিন টি ব্যাগ খুলে হাতে নিয়ে এর সঙ্গে সামান্য চিনি এবং পানি মিশিয়ে মুখে হালকাভাবে ভালো করে ঘষুন। এটি প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করে। এতে ত্বকের মরা কোষ দূর হবে এবং ত্বক হবে মসৃণ।
- বেকিং সোডার সঙ্গে সমপরিমাণ ব্যবহৃত গ্রিন টি এবং সামান্য মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট পর হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক টানটান ও উজ্জ্বল হবে।
- গরম পানির মধ্যে গ্রিন টি ব্যাগ ভিজিয়ে গরম করুন। এবার হাত দিয়ে চেপে টি ব্যাগের সব পানি ঝরিয়ে ফেলুন। এরপর টি ব্যাগটি পাঁচ মিনিট পুরো মুখে হালকাভাবে ঘষুন। দেখবেন, সঙ্গে সঙ্গেই চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে।
- চুল ঝলমলে করতে গ্রিন টি ব্যাগ বেশ কার্যকরী। পানির মধ্যে গ্রিন টি ব্যাগ ১০ থেকে ১৫ মিনিট গরম করুন। চুলা থেকে নামিয়ে সারা রাত এভাবে রেখে দিন। পরের দিন সকালে এই মিশ্রণ চুলে মেখে ১০ মিনিট অপেক্ষা করুন। আপনি চাইলে মাথার ত্বকে হালকা ম্যাসাজ করতে পারেন। এবার পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। তবে মনে রাখবেন, সব সময় সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন।