পাঁচ উপায়ে চোখের নিচের বলিরেখা দূর করুন

প্রাকৃতিক উপায়ে চোখের নিচের বলিরেখা দূর করুন। ছবি : সংগৃহীত
চোখের নিচের চামড়া খুব পাতলা হয়ে থাকে। এর ফলে বলিরেখাও অনেক দ্রুত পড়ে। সাধারণত অতিরিক্ত রোদে যাওয়া, শুষ্ক ত্বক, অপর্যাপ্ত ঘুম এবং বয়সের কারণে চোখের নিচে বলিরেখা পড়ে। আপনার বয়স বেড়ে গেছে এর প্রধান লক্ষণ হলো চোখের নিচের বলিরেখা। তাই এর জন্য চাই নিয়মিত যত্ন ও সঠিক পুষ্টি।
লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই দিয়েছে চোখের নিচের বলিরেখা দূর করার কয়েকটি পরামর্শ।
- আনারসের রস চোখের নিচের বলিরেখা দূর করতে বেশ কার্যকর। আনারসের রস হাতে নিয়ে চোখের নিচে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন, বলিরেখা ধীরে ধীরে দূর হয়ে যাবে।
- শসার রস চোখের নিচের বলিরেখা দূর করার পাশাপাশি কালো দাগও দূর করে। আপনি চাইলে শসার রসও ব্যবহার করতে পারেন আবার স্লাইস করেও চোখের ওপর দিয়ে রাখতে পারেন।
- অলিভ অয়েল ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখে। চোখের নিচে কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে হালকা ম্যাসাজ করে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
- ডিমের সাদা অংশ চোখের নিচের চামড়া টানটান করে। এটি শুধু বলিরেখা দূর করে না, চোখের চারপাশ উজ্জ্বলও করে। ডিমের সাদা অংশ লাগানোর পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
- অ্যাভোকাডো সবচেয়ে দ্রুত চোখের নিচের বলিরেখা দূর করে। এটি গভীর থেকে ত্বকে পুষ্টি জোগায় এবং ত্বক টানটান করে। অ্যাভোকাডো চটকে নিয়ে চোখের নিচে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। কিছুদিন এভাবে ব্যবহারের পর দেখবেন আপনার চোখ হয়ে উঠবে আরো প্রাণবন্ত।