ত্বকের শুষ্কতা দূর করে আঙুর

আঙুর সব ধরনের ত্বকের জন্যই কার্যকর। ছবি : সংগৃহীত
আপনি কি জানেন, পুষ্টিগুণে ভরা আঙুর আপনার ত্বকের জন্য কতটা কার্যকর? আঙুর ব্যবহারের পর ত্বকের যে উপকার হয়, সেটা জানলে আপনি আর বাজারের প্রসাধনী ব্যবহার করতে চাইবেন না।
আঙুরে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন-সি রয়েছে। এটি ত্বকে সানস্ক্রিনের কাজ করে। আঙুরের রস ব্যবহারে ত্বকের বলিরেখা দূর হয় এবং বয়সের ছাপ পড়ে না।
লাইফস্টাইল-বিষয়ক বোল্ডস্কাই ওয়েবসাইটে ত্বকে আঙুরের কার্যকারিতার কয়েকটি দিক তুলে ধরা হয়েছে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন :
- গোলাপজল, অ্যাভোকাডো ও মধুর সঙ্গে আঙুরের রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য এই প্যাক বেশ কার্যকর।
- লেবুর রসের সঙ্গে আঙুরের রস ও পুদিনা পাতার রস মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী।
- আঙুরের রস হাতে নিয়ে মুখে লাগিয়ে ২৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে নরম ও উজ্জ্বল করতে সাহায্য করে।
- গোলাপজল, মুলতানি মাটি ও আঙুরের রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাক নিয়মিত ব্যবহারে আপনার ত্বক অনেক উজ্জ্বল হবে।
- দুধের সঙ্গে আঙুরের রস মিশিয়ে পুরো মুখে লাগান। আপনি এর সঙ্গে বেকিং সোডা ও অলিভ অয়েল মেশাতে পারেন। এই প্যাক ব্যবহারে ত্বকের ক্লান্তি ভাব দূর হয় এবং ত্বক সতেজ হয়।
- দুই ভাগ আঙুরের রসের সঙ্গে এক ভাগ কোকো পাউডার মিশিয়ে মুখে লাগান। এই প্যাক ব্যবহারে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়।