ত্বকের যত্নে কলার পাঁচটি প্যাক

ত্বকের উজ্জ্বলতার জন্য আর কোনো দামী প্রসাধনী বা বিউটি সেলুনে ছোটাছুটির কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে ঘরোয়া উপায়েই শীতের এই সময়টাতে নিজের ত্বকের যত্ন নিতে পারেন। স্বাস্থ্যের জন্য কলা যেমন উপকারী, ত্বকের জন্যও তেমন কার্যকর।
ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় ত্বকের যত্নে কলার তৈরি পাঁচটি প্যাক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। চলুন, এক নজরে জেনে নিন কলার প্যাক ত্বকের কী কী উপকার করে :
শুষ্ক ত্বক
কলা চটকে নিয়ে এর সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগান। ২০ থেকে ২৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন, ত্বকের শুষ্কতা কমে যাবে। ত্বক হবে নরম ও মসৃণ।
ত্বকের উজ্জ্বলতায়
দুই চা চামচ লেবুর রসের সঙ্গে কলা মিশিয়ে প্যাক বানিয়ে মুখে ও ঘাড়ে লাগান। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
প্রাকৃতিক স্ক্রাব
কলা চটকে নিয়ে এর সঙ্গে চিনি মিশিয়ে পুরো মুখে পাঁচ মিনিট ভালোভাবে ম্যাসাজ করুন। এই স্ক্রাব ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখে এবং মরা কোষ দূর করে।
অ্যান্টি অ্যাইজিং
অ্যাভোকাডো চটকে নিয়ে এর সঙ্গে কলা মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ব্যবহারে আপনার চেহারায় বয়সের ছাপ পড়বে না।
চোখের ফোলা ভাব কমাতে
কলা চটকে নিয়ে চোখ বন্ধ করে দিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চোখের ফোলা ভাব কমে যাবে।