চুলে মেহেদি দেওয়ার আগে কী করবেন?

মেহেদি দিলে চুলের গোড়া শক্ত হয়, চুল পড়া কমে এবং ঝলমলে হয়। তাই একটু সময় পেলেই অনেকেই চুলে মেহেদি লাগান। কিন্তু অনেক সময় মেহেদি লাগানোর পর মাথার ত্বকে সংক্রমণসহ নানা সমস্যা দেখা দেয়। আর এই সমস্যা হয়, না জেনে মেহেদি দেওয়ার কারণে। যদি এ ধরনের সমস্যা এড়াতে চান তাহলে কিছু জিনিস মেনে চলুন। চুলে মেহেদি দেওয়ার আগে কী করবেন সে সম্বন্ধে কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে।
যদি আপনার মাথার ত্বকে আগে থেকেই সংক্রমণ বা ক্ষত থাকে তাহলে মেহেদি না লাগানোই ভালো। ক্ষত ভালো না হওয়া পর্যন্ত অন্তত এক থেকে দুই সপ্তাহ অপেক্ষা করুন। এরপর মাথায় মেহেদি লাগাতে পারেন।
যদি আপনি সম্প্রতি চুলে রাসায়নিক দ্রব্য সমৃদ্ধ রং করে থাকেন তাহলে মেহেদি দেওয়ার জন্য অন্তত ছয় মাস অপেক্ষা করুন। রঙের রাসায়নিক দ্রব্য ও মেহেদি একসঙ্গে মিশে চুল ও মাথার ত্বকের জন্য আরো বেশি ক্ষতিকর হয়ে উঠতে পারে। এমনকি আপনার চুল পড়েও যেতে পারে।
চুলে মেহেদি দেওয়ার পর অন্তত এক সপ্তাহ পর্যন্ত এর গন্ধ থাকে। তাই গন্ধের কারণে যাদের অ্যালার্জি হয় তাদের চুলে মেহেদি না দেওয়াই ভালো।
মেহেদির রং খুব সহজেই লেগে যায় এবং অনেকদিন ধরে থাকে। তাই চুলে মেহেদি লাগানোর আগে কান, মুখ ও হাত ভালো করে ঢেকে নিন।
মেহেদি লাগানোর পর অন্তত দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়। না হলে মেহেদিতে তেমন কোনো উপকার হবে না। তাই হাতে সময় নিয়ে চুলে মেহেদি লাগান।