প্রাকৃতিক উপায়ে মাশকারা তৈরি করবেন কীভাবে?

ঘন, লম্বা ও চিকন চোখের পাপড়ি পুরো চেহারাকেই বদলে দেয়। কিন্তু সবার চোখে তো আর এমন পাপড়ি থাকে না। তাই অনেকে নকল আইল্যাশ বা পাপড়ি চোখে লাগায় এবং রাসায়নিক দ্রব্যসমৃদ্ধ মাশকারা চোখের পাপড়িতে ব্যবহার করে।
এর ফলে অনেক সময় চোখের পাপড়ি পড়ে যাওয়ার পাশাপাশি চোখের নানা রকম ক্ষতি হয়। এ ক্ষেত্রে ঘরোয়া উপায়ে তৈরি মাশকারা চোখে লাগাতে পারেন। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি চোখের পাপড়িকে প্রাকৃতিক উপায়ে ঘন করবে এবং স্থায়ীভাবে লম্বা করবে।
ঘরোয়া উপায়ে কীভাবে মাশকারা তৈরি করবেন, সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইতে।
পদ্ধতি-১
উপকরণ : দুই টেবিল চামচ নারকেল তেল, চার টেবিল চামচ অ্যালোভেরার রস, আধা টেবিল চামচ মোম ও কাঠকয়লার গুঁড়া। যাঁদের বাদামি রঙের চোখের ল্যাশ, তাঁরা কাঠকয়লার গুঁড়ার পরিবর্তে কোকো পাউডার ব্যবহার করতে পারেন।
কীভাবে তৈরি করবেন : প্রথমে একটি বাটিতে নারকেল তেল, অ্যালোভেরার রস ও মোম একসঙ্গে মিশিয়ে গরম করুন। এবার এতে কাঠকয়লার গুঁড়া অথবা কোকো পাউডার দিয়ে গরম করুন। পুরোনো একটি মাশকারার বোতলে এই মিশ্রণ ঢেলে রাখুন। এটি শুধু চোখের ল্যাশের রংকে গাঢ়ই করবে না, বরং ঘন ও লম্বাও করবে।
পদ্ধতি-২
উপকরণ : কাঠকয়লার গুঁড়া, এক টেবিল চামচ গ্লিসারিন, দুই টেবিল চামচ অ্যালোভেরার রস ও এক টেবিল চামচ ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল।
কীভাবে তৈরি করবেন : প্রথমে একটি বাটিতে কাঠকয়লার গুঁড়া, গ্লিসারিন, অ্যালোভেরার রস ও ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। একটি মাশকারার বোতলে এই মিশ্রণ ঢেলে রাখুন। এই মাশকারা চোখের পাপড়িকে ঘন ও নরম রাখতে সাহায্য করবে।
পরামর্শ
- চোখ থেকে মাশকারা তোলার জন্য একটি তুলা গরম পানিতে ভিজিয়ে চোখ মুছে নিন। দেখবেন, পুরো মাশকারা এক নিমেষেই উঠে যাবে।
- তুলায় অলিভ অয়েল লাগিয়েও চোখের মাশকারা তুলতে পারেন। এটি চোখের পাপড়ির আর্দ্রতা ধরে রাখবে।
- মাশকারা দেওয়ার আগে চোখের পাপড়িতে বেবি পাউডার দিয়ে নিতে পারেন। এতে মাশকারা চোখে ছড়িয়ে পড়বে না, আবার দেখতেও ঘন মনে হবে।
- রাতে ঘুমানোর আগে দুই ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে সামান্য ক্যাস্টর অয়েল মিশিয়ে চোখের পাপড়িতে লাগান। এতে আপনার চোখের পাপড়ি শক্ত, ঘন ও লম্বা হবে। কারণ, এই তেলে ভিটামিন-ই, মিনারেলস ও প্রোটিন রয়েছে।
- মাশকারার ব্রাশ ধুয়ে নিয়ে এতে আমন্ড অয়েল লাগিয়ে ঘুমানোর আগে মাশকারার মতো চোখের পাপড়িতে লাগান। এতে আপনার চোখের পাপড়ি সহজে পড়বে না এবং নতুন পাপড়ি গজাবে।