শুরু হচ্ছে ‘চ্যালেঞ্জ উইথ কালারস’ মেকআপ প্রতিযোগিতা

‘রাঙিয়ে তোলো তোমার স্বপ্ন’ স্লোগানকে প্রতিপাদ্য ধরে আগামী ২৯ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘চ্যালেঞ্জ উইথ কালারস’ প্রতিযোগিতা। বিউটি সেলুন ‘ওমেন্স ওয়ার্ল্ড’-এর সঙ্গে যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে এনটিভি অনলাইন (www.ntvbd.com) ।
urgentPhoto
এ প্রতিযোগিতার মধ্য দিয়ে খুঁজে বের করা হবে সেরা ১০ জন বিউটিশিয়ানকে। তাঁদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়জনকে দেওয়া হবে এক লাখ টাকার পুরস্কার।
প্রতিযোগিতা উপলক্ষে আজ রোববার রাজধানীর বনানীতে ‘প্লাটিনাম সুইটস’ হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রতিযোগিতার বিষয়ে সাংবাদিকদের জানান ‘ওমেন্স ওয়ার্ল্ড’-এর পরিচালক ও রূপ বিশেষজ্ঞ ফারনাজ আলম।
সংবাদ সম্মেলনে ফারনাজ আলম বলেন, “সত্যি কথা বলতে কি এটি আমার একটি ড্রিম প্রজেক্ট। লরেলে আমি এমনই একটা প্ল্যাটফর্ম পেয়েছিলাম। বাংলাদেশে ফিরে আসার পর এ ধরনের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি যেখানে অন্যরা সুযোগ পাবে। আমাদের দেশে এমন অনেকেই আছেন যাঁদের ইচ্ছে আছে কিন্তু সুযোগ নেই। তাদের জন্য ‘চ্যালেঞ্জ উইথ কালারস’ একটি বড় সুযোগ হবে বলে আমি মনে করি।”
এই প্রতিযোগিতা সম্পর্কে হেড অব এনটিভি অনলাইন খন্দকার ফকরউদ্দীন আহমেদ বলেন, ‘গতানুগতিক খবরের বাইরে একটু অন্য ধাঁচের মেকআপ প্রতিযোগিতার আয়োজন করেছে এনটিভি অনলাইন। মেকআপ হাতে-কলমে শেখানোর যে পরিকল্পনা আমরা নিয়েছি— তাতে আশা করছি বাংলাদেশ নতুন কয়েকজন রূপবিশেষজ্ঞ খুঁজে পাবে।’
“এই মেকআপ প্রতিযোগিতার মাধ্যমে বিউটি সেক্টরে নতুন উদ্যোক্তারা সুযোগ পাবেন নিজেকে প্রমাণ করার। তাঁদের জন্য ‘চ্যালেঞ্জ উইথ কালারস’ প্ল্যাটফর্মটি বেশ কার্যকরী হবে বলে আমি মনে করছি”- বললেন আলোকচিত্রী এবং ওয়েডিং ডায়েরির চিফ ফটোগ্রাফার প্রীত রেজা।
সংবাদ সম্মেলনে এনটিভি অনলাইনের চিফ অব বিজনেস কবির আহমেদ বলেন, “রূপবিশেষজ্ঞ হয়েও যে ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব এটাই প্রমাণ করবে ‘চ্যালেঞ্জ উইথ কালারস’ প্রতিযোগিতাটি। আশা করি সারা দেশ থেকে এই বিভাগে নতুন উদ্যোক্তা খুঁজে পাব।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভি অনলাইনের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার রুহুল আমিন রনি।
ওমেন্স ওয়ার্ল্ড ও এনটিভি আয়োজিত প্রতিযোগিতাটি উপলক্ষে প্রচার চালানো হবে দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। প্রতিযোগিতায় ভিজ্যুয়াল পার্টনার হিসেবে থাকছে ‘প্রীত রেজা প্রোডাকশন’। আর হসপিটালিটি পার্টনার হিসেবে থাকবে ‘প্লাটিনাম সুইটস’।
যেভাবে বাছাই করা হবে বিউটিশিয়ান
সাজানোর এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন দেশের যেকোনো বয়সী নারী-পুরুষ। অংশগ্রহণ করতে চাইলে এনটিভি অনলাইনের (www.ntvbd.com/challenge-with-colors) এই পেজে দেওয়া ১২টি সাজের (লুক) মধ্য থেকে যেকোনো তিনটি বাছাই করতে হবে। সেই তিনটি লুকের মতো করে অন্যকে অথবা নিজেকে সাজিয়ে সেই ছবি পাঠাতে হবে উল্লিখিত পেজটিতে (www.ntvbd.com/challenge-with-colors)।
আগামী বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত প্রতিযোগীরা ছবি পাঠাতে পারবেন। এরপর তাঁদের পাঠানো ছবিগুলোর মধ্য থেকে সেরা ৪০টি বাছাই করে ২০ জানুয়ারি এনটিভি অনলাইনের (www.ntvbd.com/challenge-with-colors) এই পেজে প্রদর্শন করা হবে। এই ছবিগুলোর মধ্যে সেরা ১০টি বাছাই করতে পাঠকদের ভোট সংগ্রহ করা হবে। ভোট চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।
ভোটাভুটির মাধ্যমে বাছাই করা ১০ বিজয়ীকে ঢাকায় আনা হবে। এরপর ৩ ও ৪ ফেব্রুয়ারি দেশের স্বনামধন্য বিউটিশিয়ানরা ওই ১০ জনকে গ্রুমিং করবেন। ৬-৮ ফেব্রুয়ারি ওই ১০ জনের মধ্য থেকে সেরা তিনজনকে বাছাই করা হবে।
১০ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। ওই দিন ‘ওমেন্স ওয়ার্ল্ড’-এর পরিচালক ফারনাজ আলম পুরস্কার তুলে দেবেন বিজয়ীদের হাতে।