মেহেদি কি চুল পড়া কমায়?

মেহেদি এমন একটি ভেষজ উপাদান, যা চুলের শুষ্কতা ও খুশকি দূর করে, চুল ভেঙে যাওয়া কমায় এবং চুলের আগা ফাটা দূর করে। তবে চুল পড়া কমাতে এই উপাদান সবচেয়ে বেশি কার্যকর। কারণ, মেহেদি ব্যবহারে চুলের গোড়া শক্ত হয়। তাই রূপ-বিশেষজ্ঞরা চুলে বেশি করে মেহেদি ব্যবহারের পরামর্শ দেন। চুল পড়া রোধ করতে মেহেদি দিয়ে তৈরি কোন প্যাকগুলো ব্যবহার করবেন, সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।
মেহেদি, লেবুর রস ও টক দই
প্রথমে একটি বাটিতে লেবুর রস নিয়ে তাতে চার টেবিল চামচ মেহেদি বাটা ও দুই টেবিল চামচ টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এই প্যাক মাথার তালু ও চুলে লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন। এর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরের দিন শ্যাম্পু করে ফেলুন। এতে আপনার চুল পড়া কমবে এবং চুল ঝলমলে হবে।
অলিভ অয়েল, মেহেদি ও ডিমের সাদা অংশ
একটি ডিমের সাদা অংশ, দুই টেবিল চামচ অলিভ অয়েল ও তিন টেবিল চামচ মেহেদি বাটা একসঙ্গে মিশিয়ে মাথার তালুতে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। তবে রাসায়নিক দ্রব্যসমৃদ্ধ শ্যাম্পুর থেকে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা ভালো। এই প্যাক ব্যবহারে চুলের গোড়া শক্ত হবে এবং খুশকি দূর হবে।
সরিষার তেল ও মেহেদি
স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য সরিষার তেল খুবই কার্যকর। আর এটি যখন মেহেদির সঙ্গে মেশানো হয়, তখন চুলে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। সরিষার তেল গরম করে এর মধ্যে মেহেদির পাতা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার মাথার তালুতে এই তেল দিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া কমে যাবে।
গ্রিন টি, মেহেদি ও লেবুর রস
চুলে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে গ্রিন টি। চার টেবিল চামচ মেহেদি গ্রিন টির পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে এর মধ্যে লেবুর রস মিশিয়ে মাথার তালুতে লাগান। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক চুল পড়া রোধ করার পাশাপাশি চুল নরম করে, চুল ভেঙে যাওয়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
ভিনেগার, মেথি ও মেহেদি
মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে শিলপাটায় বেটে নিন। এর সঙ্গে এক টেবিল চামচ ভিনেগার ও চার টেবিল চামচ মেহেদি মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এটি মাথার তালুতে ভালো করে লাগান। এক ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্যাক চুলের শুষ্কতা দূর করে এবং চুলের গোড়া শক্ত করে।