তৈলাক্ত ত্বকের পাঁচটি প্রাকৃতিক টোনার

ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং সুস্থ ত্বকের জন্য খুবই জরুরি। প্রতিদিনের রূপচর্চায় ত্বকের টোনিং করতে ভুলবেন না। টোনার ত্বককে টানটান ও উজ্জ্বল করে। আর তৈলাক্ত ত্বকে টোনার নিয়মিত ব্যবহার করা উচিত। তবে বাজারের টোনারের থেকে প্রাকৃতিক টোনার ত্বকের জন্য বেশি উপকারী।
প্রাকৃতিক কোন কোন টোনার তৈলাক্ত ত্বকে ব্যবহার করবেন, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন :
পুদিনা পাতা
তৈলাক্ত ত্বকের জন্য পুদিনা পাতা খুবই উপকারী। এটি ত্বকের মৃত কোষ দূর করে সহজেই। গরম পানির মধ্যে পুদিনা পাতা ভিজিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এই পানি দিয়ে মুখ ভিজিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।
অ্যালোভেরার রস
অ্যালোভেরা শুধু ত্বকের আর্দ্রতাই ধরে রাখে না, এটি ত্বকে টোনারেরও কাজ করে। অ্যালোভেরার রস মুখে লাগিয়ে পাঁচ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি রোদে পোড়া কালচে ভাবও দূর করে।
টমেটোর রস
মধুর সঙ্গে সমান পরিমাণে টমেটোর রস মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার মুখে লাগিয়ে হালকা ম্যাসাজ করে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত ত্বককে উজ্জ্বল করে।
ঠান্ডা পানি
টোনার হিসেবে ঠান্ডা পানি খুবই সাধারণ, কিন্তু বেশ উপকারী। ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে এক নিমেষেই ত্বক উজ্জ্বল মনে হবে। এ ক্ষেত্রে বরফও ব্যবহার করতে পারেন।
ভিনেগার
ভিনেগারের সঙ্গে সমান পরিমাণে পানি মিশিয়ে নিন। এবার একটি তুলার বল এই মিশ্রণে ভিজিয়ে মুখ মুছে নিন। এটি টোনার হিসেবে খুবই কার্যকর।