চোখের চারপাশ উজ্জ্বল করার সাতটি প্যাক

চোখের নিচে আলু বা শসার রস লাগালে কালো দাগ দূর হয়, এটা সবাই জানে। কিন্তু এমন কিছু প্যাক আছে, যা কালো দাগ দূর করার পাশাপাশি চোখের চারপাশ উজ্জ্বলও করে। ঘরোয়া উপায়ে তৈরি এসব প্যাক চোখের ত্বকের জন্য খুবই উপকারী।
কোন প্যাকগুলো চোখের নিচে লাগাবেন, এর একটি তালিকা দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন :
ওটমিল
ওটমিলের সঙ্গে সামান্য টক দই মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এটি চোখকে ঠান্ডা রাখে এবং চারপাশ উজ্জ্বল করে।
লেবুর রস
ঠান্ডা লেবুর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর পর ময়েশ্চারাইজার দিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন।
ধনেপাতা
ধনেপাতা বেটে নিয়ে এর সঙ্গে সামান্য মধু মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি উজ্জ্বল করার পাশাপাশি চোখের নিচের ফোলা ভাব দূর করে।
আমন্ড অয়েল
রাতে ঘুমানোর আগে মধুর সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে ঘুমান। পরদিন সকালে ভালো করে ধুয়ে ফেলুন। এতে চোখের নিচের কালো দাগ দূর হয়ে চারপাশ উজ্জ্বল হবে।
আনারসের প্যাক
আনারসের জুসের সঙ্গে সামান্য হলুদের গুঁড়া মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। এটি চোখের চারপাশ উজ্জ্বল করার জন্য খুবই কার্যকর।