চ্যালেঞ্জ উইথ কালারস
সময় বাড়ল ছবি জমা দেওয়ার

বিউটি সেলুন ‘ওমেন্স ওয়ার্ল্ড’ ও এনটিভি অনলাইন আয়োজিত ‘চ্যালেঞ্জ উইথ কালারস’ প্রতিযোগিতার ছবি জমা দেওয়ার সময় বাড়ল। তাই প্রতিযোগীরা ছবি জমা দিতে পারবেন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে এনটিভি অনলাইনে প্রকাশিত বাছাই করা ১২টি মেকআপ থেকে যেকোনো একটি লুকের মতো করে সেজে তিনটি ছবি আজই পাঠিয়ে দিন। একজন প্রতিযোগিতায় সর্বোচ্চ তিনটি লুকের মতো করে অংশ নিতে পারবেন। প্রতিযোগী নিজে অথবা অন্যকে সাজিয়ে ছবি তুলে পাঠাতে পারবেন। প্রয়োজনীয় তথ্যাদিসহ ছবি পাঠাতে হবে এই পেজটিতে- (www.ntvbd.com/challenge-with-colors)।
‘রাঙিয়ে তোলো তোমার স্বপ্ন’ স্লোগানকে প্রতিপাদ্য ধরে গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘চ্যালেঞ্জ উইথ কালারস’ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হবে নতুন ১০ জন বিউটিশিয়ানকে। তাঁদের মধ্যে সেরা প্রতিযোগী পাবেন এক লাখ টাকার পুরস্কার। বাকিদের দেওয়া হবে ওমেন্স ওয়ার্ল্ডের বিশেষ গিফট হ্যাম্পার। প্রতিযোগিতায় ভিজ্যুয়াল পার্টনার হিসেবে থাকছে ‘প্রীত রেজা প্রোডাকশন’।