কোন মসলা ত্বকের কী উপকার করে?

রান্নার মসলায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল রয়েছে, যা ত্বকের সৌন্দর্যে বেশ কার্যকর। এই উপাদানগুলো ত্বকের কালচে ভাব ও বলিরেখা দূর করে এবং ত্বক উজ্জ্বল করে। সেই সঙ্গে সুবিধা হলো, এগুলোর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
কোন মসলা ত্বকের কী উপকার করে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন :
আদা
আদা স্লাইস করে কেটে পাঁচ মিনিট মুখে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি চেহারায় বয়সের ছাপও দূর করে।
গোলমরিচ
এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ার সঙ্গে এক চা চামচ টক দই মিশিয়ে মুখে হালকাভাবে ম্যাসাজ করে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে, যা মুখের ব্ল্যাকহেড ও মরা কোষ সহজেই দূর করে।
হলুদ
দুধের সঙ্গে সামান্য হলুদ গুঁড়া মিশিয়ে মুখে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই প্যাক ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি মসৃণ ও নরম হবে। এটি ত্বকের ময়েশ্চারাইজারও ধরে রাখে।
দারুচিনি
দারুচিনি গুঁড়া করে মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর হালকা ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে টানটান করে এবং সংক্রমণজাতীয় যেকোনো সমস্যা দূর করতে কার্যকর।
লবঙ্গ
লবঙ্গের গুঁড়ার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে হালকাভাবে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের কালচে ভাব ও রুক্ষতা দূর হবে।