ত্বকে ঘি মাখলে কী হয়?

ঘি খাবারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তেমনি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও এই উপাদান বেশ কার্যকর। ঘি বয়সের ছাপ কমিয়ে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই নিয়মিত ত্বকে ঘি ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
ঘি ত্বকের কী কী উপকার করে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন :
•প্রতিদিন রাতে ঘুমানোর আগে হাতে সামান্য ঘি নিয়ে পাঁচ মিনিট মুখে হালকা ম্যাসাজ করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে উজ্জ্বল করে।
•প্রতিদিন গোসলের সময় ঘি দিয়ে পুরো শরীর ম্যাসাজ করুন। এবার হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি শীতের সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।
•প্রাকৃতিক এই উপাদান বয়সের ছাপ দূর করতে বেশ কার্যকর। ঘি দিয়ে ম্যাসাজ করলে ত্বকের বলিরেখা ও কুঁচকানো ভাব দূর হয়।
•ঘিয়ের সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে নরম ও মসৃণ করবে।
•ঘুমানোর আগে ঠোঁটে ঘি দিয়ে ম্যাসাজ করুন। মাত্র এক সপ্তাহের মধ্যে এটি ঠোঁটের কালচে ভাব দূর করে ঠোঁট নরম ও মসৃণ করবে।