চুলের তেলতেলে ভাব দূর করবেন কীভাবে?

খুব সহজেই চুলের তেলতেলে ভাব দূর করুন। ছবি : সংগৃহীত
সকালে শ্যাম্পু করলেন, অথচ সন্ধ্যা হতে না হতেই চুল আবারও তেলতেলে! এই সমস্যা অনেকেরই রয়েছে। সূর্যের রশ্মির কারণে, হেয়ার ড্রায়ারের কারণে মাথার ত্বকের তেল নিঃসরণ বেড়ে যায়। এর ফলে চুল তেলতেলে হয়ে যায়। কিছু সহজ উপায়ে চুলের এই তেলতেলে ভাব দূর করতে পারেন।
কীভাবে চুলের তেলতেলে ভাব দূর করবেন, সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।
- যাদের চুল তেলতেলে বেশি, তারা চুলে কম কন্ডিশনার ব্যবহার করুন। কারণ কন্ডিশনার ব্যবহার করলে চুল আরো বেশি তেলতেলে হয়ে যায়।
- শ্যাম্পু করার পর চুল ভালো করে পরিষ্কার করুন। যাতে শ্যাম্পু চুলে লেগে না থাকে। না হলে চুল ধোয়ার পরও তেলতেলে থাকবে।
- গরম পানি, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেইটনার চুলে ব্যবহার না করাই ভালো। কারণ এর ফলে মাথার ত্বকে তেল নিঃসরণ বেড়ে যায়।
- ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। নিম্নমানের প্রসাধনী চুলকে আরো বেশি তেলতেলে করে ফেলে।
- চুল কম আঁচড়ানো ভালো। কারণ চিরুণি দিয়ে চুল আঁচড়ানোর পর মাথার ত্বকের রক্ত সঞ্চালন বেড়ে যায়। এর ফলে তেল নিঃসরণও বেড়ে যায়।
- দুই থেকে তিন টেবিল চামচ সাদা ভিনেগারের সঙ্গে এক কাপ পানি মিশিয়ে চুলে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার এই মিশ্রণ দিয়ে চুল ধোয়ার চেষ্টা করুন। এতে চুলের তেলতেলে ভাব অনেকটা দূর হবে।