সাজগোজের ৬

ছেলেদের হাতের বড় নখ, ঘন ভ্রু যেমন মেয়েদের দূরে সরিয়ে দেয়। তেমনি মেয়েদের সাজেরও কিছু বিষয় রয়েছে যা ছেলেদের কাছে কখনো হাসির বিষয়বস্তু হয়ে ওঠে। এমন কিছু দিক রয়েছে যেগুলো নারীরা লক্ষ রাখলে তাদের আকর্ষণ বাড়িয়ে দেবে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এমন ছয়টি বিষয়ের কথা, যা লক্ষ রাখলে লাভ হবে আপনারই।
১. ভারি মেকআপ
ভারি ফাউন্ডেশনের ব্যবহার,যা আপনাকে অতিমাত্রায় সাদা করে তোলে, এমন সাজ খুব চোখে বাধে। ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ব্যবহার করুন ময়েশ্চারাইজার এবং কনসিলার। কেননা প্রাকৃতিক সাজের সঙ্গে আর কিছুরই তুলনা চলে না।
২. মাকড়সার মতো আইলেশ
অতিরিক্ত বড় আইলেশ (বাড়তি পাপড়ি) বা মাকড়সাতুল্য আইলেশ ব্যবহার আকর্ষণীয় তো করবেই না বরং দৃষ্টিকটু করে তুলবে আপনাকে। এ ধরনের আইল্যাশের ব্যবহারে মুখের নমনীয়ভাব হারিয়ে যায়। তাই মাঝারি ধরনের আইল্যাশ ব্যবহার করুন এবং এরপর মাশকারা লাগান।
৩. শুষ্ক রুক্ষ ত্বক
শুষ্ক,রুক্ষ ত্বক যেমন ক্ষতিকর তেমনি অন্যের সামনে বিব্রতও করে তুলবে আপনাকে। তাই ত্বকের রুক্ষতা দূর করতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৪. বেশি ফোলানো চুল
ষাট,সত্তরের দশকের নায়িকারা চুলে একটু বেশিই ফোলাভাব আনতেন নিজেদের আকর্ষণীয় করার জন্য। তবে এখনকার দিনে অতিরিক্ত ফুলিয়ে চুল বাঁধার ফ্যাশন উঠে গেছে। তাই নিজেকে আকর্ষণীয় করতে এভাবে চুল না বেঁধে কম ফুলিয়ে স্বাভাবিকভাবে বাঁধুন।
৫. চকচকে আঠালো লিপগ্লস
চকচকে আঠালো লিপগ্লস ব্যবহার করা এড়িয়ে চলুন। এই ধরনের লিপগ্লসের ব্যবহার আকর্ষণ কমিয়ে দেয়। তাই বেশি আঠালো নয় এমন হালকা গোলাপি লিপগ্লস ব্যবহার করতে পারেন।
৬. গাঢ় লিপস্টিক
গাঢ় লিপস্টিকের ব্যবহার আকর্ষণীয় করে তোলে এ কথা সবাই জানি। তবে এই গাঢ় লিপস্টিকের ব্যবহারই আকর্ষণ কমিয়ে দিতে পারে যদি আপনি সেটি গরমের মধ্যে ব্যবহার করেন। তাই গরমের সময়টায় হালকা রঙের লিপস্টিকের ব্যবহার করুন।