বার্ধক্যের ছাপ দূর করতে আমের রস

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এবং বার্ধক্যের ছাপ দূর করতে আমের রস বেশ কার্যকর। আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং স্বাভাবিক ফলের এসিড রয়েছে। তাই মৌসুমি এই ফলটি ত্বকের জন্য খুবই উপকারী। বোল্ডস্কাই ওয়েবসাইটে ঘরোয়া উপায়ে আম দিয়ে তৈরি কয়েকটি ফেস প্যাকের পরামর্শ দেওয়া হয়েছে, যা আপনার ত্বকের যত্ন-আত্তিতে খুবই প্রয়োজনীয়।
আম ও মধুর ফেস প্যাক
আম ও মধুর মিশ্রণে তৈরি ফেস প্যাক ত্বকের উজ্জ্বলতায় বেশ কার্যকর। অল্প পাকা আম, এক চা চামচ মধু এবং সামান্য আমন্ড অয়েল একসাথে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটি ত্বকে ময়েশ্চারাইজার ধরে রাখে এবং নরম রাখে।
আম ও ওটসের ফেস প্যাক
অল্প পাকা আম, এক চা চামচ ওটস, সামান্য মধু এবং ১ চা চামচ দুধ একসঙ্গে মিলিয়ে প্যাক তৈরি করুন। এবার ভালো করে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের মরা কোষ দূর হবে এবং ত্বক মসৃণ হবে।
আম ও গুঁড়ো দুধের ফেস প্যাক
ত্বকের ব্ল্যাকহেড দূর করতে আম ও গুঁড়ো দুধের প্যাকটি বেশ কার্যকর। সামান্য পাকা আম, মধু ও গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের ব্ল্যাকহেড সমস্যা দূর হবে এবং ত্বক হবে আরো উজ্জ্বল।
পাকা আমের ফেস প্যাক
শুধু পাকা আম চটকে নিয়ে মুখে লাগান। এটি ত্বকে অ্যান্টি-অক্সিডেন্টের কাজ করে, যা মুখে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। এটি ত্বকের লাবণ্যতা ধরে রাখে এবং ত্বক হয় আরো প্রাণবন্ত।
কাঁচা আমের ফেস প্যাক
ত্বকের ব্রণ দূর করতে কাঁচা আমের রস বেশ কার্যকর। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কাঁচা আমের রস পুরো মুখে লাগিয়ে ১০ মিনিট পর হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ত্বকের ব্রণের জীবাণু ধ্বংস হবে এবং কালচে ভাব দূর হবে।