বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচিতে পরিবর্তন
ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়ছে বাংলাদেশে। সন্ধ্যা নামতেই কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে শহর। এমন পরিস্থিতিতে সন্ধ্যার পর খেলা মাঠে গড়ানো কঠিন হয়ে যাচ্ছে। তাই কুয়াশার কথা মাথায় রেখে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এক সংবাদ বিবৃতিতে নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নতুন সূচিতে খেলার সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে দিনের প্রথম ম্যাচ মাঠে গড়াবে দুপুর সাড়ে ১২টায়। যেটা আগে শুরু হতো দুপুর দেড়টায়। দিনের আরেক ম্যাচ এখন থেকে মাঠে গড়াবে বিকেল সাড়ে ৪টায়। যেটা আগে মাঠে গড়াত সাড়ে ৫টায়।
যেদিন একটি ম্যাচ হবে সেদিন টস হবে বিকেল ৪টায়, ম্যাচ শুরু হবে সাড়ে ৪টায়। অর্থাৎ টুর্নামেন্টের কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। আগামী ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের।
চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে আছে গাজী গ্রুপ চট্টগ্রাম। চার জয়ে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে জেমকন খুলনা। ছয় পয়েন্ট নিয়ে তিনে আছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। আর সমান চার পয়েন্ট নিয়ে যথাক্রমে চার ও পাঁচে আছে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল।