মুম্বাই ইন্ডিয়ানসের হলো টা কী?
আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ানস। এই টুর্নামেন্টের শিরোপা পাঁচবার জিতেছে তারা। পাঁচবারই নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। এবারও সেই রোহিতের নেতৃত্বে আসর শুরু করেছে মুম্বাই। কিন্তু ছন্দটা আর আগের মতো নেই। টানা পরাজয়ের বৃত্তে আটকে আছে রোহিত শর্মার দল।
এবারের আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ফেলেছে মুম্বাই। কিন্তু পাঁচ ম্যাচ খেলেও এখনো পয়েন্ট টেবিলের খাতা খুলতে পারেনি তারা। সবগুলোতে হেরে ১০ দলের টুর্নামেন্টে সবার তলানিতে মুম্বাই। গতকাল বুধবার রাতেও পাঞ্জাব কিংসের কাছে ১২ রানে হেরেছে মুম্বাই ইন্ডিয়াস। টানা পরাজয়ে থাকায় দলটির নিলাম ও দল সাজানো নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মাধ্যমে।
যদিও দলের দিকে তাকালে প্রশ্ন তোলার সুযোগ কম। দল হিসেবে ফেভারিট থেকেই টুর্নামেন্ট শুরু করেছে মুম্বাই। তাদের ডাগআউটে মেন্টর হিসেবে আছেন শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি। প্রতি ম্যাচেই ক্রিকেটারদের সঙ্গে থাকছেন তিনি। ম্যাচের মাঝপথে দিচ্ছেন নানা কৌশল।
কোচের ভূমিকায় আছেন মাহেলা জয়বর্ধনের মতো কিংবদন্তি। বোলিং কোচ হিসেবে আছেন শেন বন্ড। আছেন ব্যাটিং কোচ রবিন সিং। কিন্তু কিছুতেই জয়ের পথ খুঁজে পাচ্ছে না মুম্বাই।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে পাত্তাই পায়নি মুম্বাই। তাদের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই সহজে জয় তুলে নেয় দিল্লি।
রাজস্থান রয়্যালসের সামনেও একই অব্স্থা। রয়্যালসের সামনে ২৩ রানে হেরেছে রোহিত শর্মার দল। টানা দুই হারের ধাক্কা না সামলাতেই কলকাতা নাইট রাইডার্সের কাছেও হেরে গেল মুম্বাই। বোলিং দিয়ে কিছুটা সম্ভাবনা জাগালেও প্যাট কামিন্স ঝড়ে সেই জয়টিও হাতছাড়া হয় তাদের।
এরপর একে একে হেরেছে রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের কাছে। যদিও গতকাল রাতে পাঞ্জাবের বিরুদ্ধে কিছুটা সম্ভাবনা জাগিয়েছিল মুম্বাই। কিন্তু শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে শূন্য হাতে।
সবমিলে খুব আইপিএলে খুব বাজে সময় পার করছে মুম্বাই। নিজেদের ষষ্ঠ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে মুম্বাই। লখনউ নবাগত দল হলেও নিজেদের প্রথম আসরেই ছন্দে আছে। যারা পাঁচ ম্যাচে তিনটিতে জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। এবার এই লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে পরীক্ষায় না পাশ করতে পারলে আরো হতাশা ডুববে রোহিত শর্মার দল।