লড়াইটা কঠিন হবে, বলছেন বার্সা তারকা
বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ—হাইভোল্টেজ ম্যাচ। বল মাঠে গড়ানোর আগেই বাগযুদ্ধ শুরু হয়ে গেছে। অনেকের মতেই চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে বড় লড়াই হতে যাচ্ছে এটি। লড়াইটা যে কঠিন হবে, সেটার আভাস দিয়েছেন বার্সেলোনা তারকা আন্তোনিও গ্রিজম্যানও। প্রতিপক্ষকে সমীহ করেই কৌশলগতদিকে নজর দিতে চান তাঁরা।
এরই মধ্যে শেষ চারের টিকেট পেয়েছে পিএসজি ও লাইপজিগ। অপেক্ষায় আছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও লিঁও। এর মধ্যে ফুটবল-ভক্তদের মূল আকর্ষণ বার্সা-বায়ার্নের ম্যাচকে ঘিরে। সেমিফাইনালের টিকেট পেতে আজ শুক্রবার দিবাগত রাতে মুখোমুখি হচ্ছে দুদল। গালের লিসবনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
করোনা পরিস্থিতিতে ফুটবলে বার্সার ফেরাটা সুখকর হয়নি। ফিরেই হারিয়েছে স্প্যানিশ লা লিগার শ্রেষ্ঠত্ব। ভিন্ন পরিস্থিতি বায়ার্ন শিবিরে। মৌসুমের শুরু থেকে দুর্দান্ত করা বায়ার্ন ফিরেই জিতেছে জার্মানের শীর্ষ লিগ বুন্দেসলিগা। এরপর লেভারকুসেনকে ৪-২ গোলের হারিয়ে জিতেছে জার্মান কাপের শিরোপা। মৌসুমে দুই শিরোপা জেতা বায়ার্ন এবার চোখ রাখছে ট্রেবলে।
বায়ার্নকে সমীহ করেই গ্রিজম্যান বলেন, ‘বায়ার্ন খুব ভালো খেলছে। ওদের দুর্দান্ত একজন স্ট্রাইকার আছে। তবে ভালো খেলার সব রসদ আমাদেরও আছে। আমাদের নিজেদের শক্তির দিকে নজর দিতে হবে এবং সেমিফাইনালে ওঠার চেষ্টা করতে হবে। ওরা বল দখলে রেখে খেলতে অভ্যস্ত। ওদের জন্য কাজটা কঠিন করে তুলতে হবে এবং আমাদের নিজেদের খেলা খেলতে হবে। যতটা সম্ভব বল দখলে রাখার চেষ্টা করতে হবে।’
‘আমরা ম্যাচটি খেলার অপেক্ষায় আছি। কৌশলগতভাবে আমরা ভালো কাজ করেছি। ম্যাচটি খেলতে আমরা প্রস্তুত। আমরা জানি, লড়াইটা কঠিন হবে। তবে সেমিফাইনালে যেতে কী করতে হবে, তা আমরা জানি,’ যোগ করেন ফরাসি তারকা।