শেষ হলো কমনওয়েলথ গেমস, দাপট দেখাল অস্ট্রেলিয়া
শেষ হলো বার্মিংহাম কমনওয়েলথ গেমস। পদক তালিকায় শীর্ষে থেকে গেমস শেষ করেছে অস্ট্রেলিয়া। ৬৭টি স্বর্ণ, ৫৭টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জসহ মোট ১৭৮টি পদক জেতে তারা। গোল্ড কোস্টে অনুষ্ঠিত ২০১৮ কমনওয়েলথ গেমসেও ৮০টি স্বর্ণ, ৫৯টি রুপা ও ৫৯টি ব্রোঞ্জ পদকসহ মোট ১৯৮টি পদক জিতেছিল তারা।
৫৭টি স্বর্ণ, ৬৬টি রুপা ও ৫৩টি ব্রোঞ্জসহ মোট ১৭৬টি পদক জিতে দ্বিতীয় হয় ইংল্যান্ড। সব মিলিয়ে ৯২টি পদক জিতে তৃতীয় হয় কানাডা।
গতকাল সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় বার্মিংহাম কমনওয়েলথ গেমস।
৭২টি দেশের ৫ হাজারেরও বেশি ক্রীড়াবিদের মিলনমেলায় মুখর হওয়া ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্কয়ার এখন ভাঙা হাট। চার বছর পর ২০২৬ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বসবে কমনওয়েলথ গেমসের ২৩তম আসর।
কমনওয়েলথ গেমসের চূড়ান্ত পদক তালিকা :
দেশ স্বর্ণ রুপা ব্রোঞ্জ মোট
অস্ট্রেলিয়া ৬৭ ৫৭ ৫৪ ১৭৮
ইংল্যান্ড ৫৭ ৬৬ ৫৩ ১৭৬
কানাডা ২৬ ৩২ ৩৪ ৯২
ভারত ২২ ১৬ ২৩ ৬১
নিউজিল্যান্ড ২০ ১২ ১৭ ৪৯
স্কটল্যান্ড ১৩ ১১ ২৭ ৫১
নাইজেরিয়া ১২ ৯ ১৪ ৩৫
ওয়েলস ৮ ৬ ১৪ ২৮
দক্ষিণ আফ্রিকা ৭ ৯ ১১ ২৭
মালয়েশিয়া ৭ ৮ ৮ ২৩