মাশরাফির রংপুরের সামনে বড় চ্যালেঞ্জ

প্লে অফ পর্বে খেলার শেষ মুহূর্তের লড়াইটা চলছে এখন। শীর্ষ দলগুলোর কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই দলগুলো বেশ সতর্কভাবেই খেলছে। এমন ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ঢাকা ডায়নামাইটস গড়েছে চ্যালেঞ্জিং সংগ্রহ। তারা করে ১৮৬ রান।
জাতীয় দলের বাইরে থাকা ওপেনার রনি তালুকদার ফর্মের ধারাবাহিকতা অব্যাহত রেখে এদিনও চমৎকার একটি হাফসেঞ্চুরি করেছেন। তাঁর ৩২ বলে ৫২ রানের ইনিংসটি ঢাকার এই সংগ্রহ গড়তে সবচেয়ে বড় ভূমিকা রাখে। সুনীল নারিন (২৮) এবং অধিনায়ক সাকিব আল হাসান (২৫) দুটি উল্লেখযোগ্য ইনিংস খেলেন।
অবশ্য শেষ দিকে ক্যারিবীয় তারকা কিয়েরন পোলার্ড চমৎকার একটি ঝড়ো ইনিংস খেলেন। তিনি ২৩ বলে ৩৭ রান করেন। যাতে পাঁচটি চার ও একটি ছক্কার মার রয়েছে।
আজ সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর আগে দিনে প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারা ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে খুলটা টাইটানসকে। কুমিল্লা প্রথমে ব্যাট করতে নেমে ২৩৭ রান করে। জবাবে খুলনার ইনিংস থেমে যায় ১৫৭ রানে।
কুমিল্লার এই সংগ্রহ বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এই কদিন আগে সর্বোচ্চ সংগ্রহ গড়েছিল মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। তারা করেছিল ২৩৯ রান। অল্পের জন্য তাদের রেকর্ড ভাঙতে পারেনি কুমিল্লা।
এভিন লুইসের চমৎকার সেঞ্চুরির ওপর ভর করে কুমিল্লা এই বিশাল সংগ্রহ গড়ে। ৪৯ বলে ১০৯ রান করেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। এবারের বিপিএলে এটি তাঁর সর্বোচ্চ সংগ্রহ। আর বিপিএলের চতুর্থ শতক।
আসরে এর আগে প্রথম সেঞ্চুরি করেছিলেন রাজশাহী কিংসের ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স। এরপর রংপুরের ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ও দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো দ্বিতীয় ও তৃতীয় সেঞ্চুরি হাঁকান।