শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি। মাউন্ট মুঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতলেই নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ বিজয়ের অনন্য কৃতিত্ব অর্জিত হবে। নাজমুল হোসেন শান্তর দল কি সাফল্যের নতুন ইতিহাস গড়তে পারবে? তা দেখতে মুখিয়ে ভক্ত-সমর্থকরা। এমন গুরুত্বপূর্ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড।
আজ রোববার (৩১ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। পেসার তানজিম সাকিবের বদলে একাদশে সুযোগ মিলেছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের।
ইংরেজি বছরের শেষ দিনের সূর্য ওঠার আগেই মাঠে নামল বাংলাদেশ-নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। জিতলেই সিরিজ হয়ে যাবে সফরকারীদের। হারলেও সিরিজ খোয়াবে না শান্তর দল, ১-১ সমতায় শেষ করবে। প্রথম ম্যাচে হারলেও এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিক নিউজিল্যান্ড।
চলতি বছর টি-টোয়েন্টিতে দারুণ সময় কাটছে বাংলাদেশের। এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে এসেছে ১০ জয়, হার দুটি। আরেকটির ফল হয়নি। এই ম্যাচ জিতে তাই শেষটা রাঙাতে মরিয়া চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামিম পাটোয়ারি, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শেখ মেহেদি, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
নিউজিল্যান্ড একাদশ : টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ শোধি, বেন সিয়ার্স।