সিরিজ হারের পেছনে ব্যাটারদের দায় দেখছেন শান্ত
সুযোগ ছিল নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে বছরের শেষ দিনটা রঙিন করার। তবে, সেই সুযোগ লুফে নিতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টি আইনে শেষ টি-টোয়েন্টিতে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। আশা জাগিয়েও এমন হারের পেছনে ব্যাটারদের ব্যর্থতাকে দুষলেন শান্ত।
আজ রোববার (৩১ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ম্যাচ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে হারের কারণ হিসেবে শান্ত বলেন, ‘আমাদের বোলাররা দারুণ ভূমিকা রেখেছে। তবে, ব্যাটাররা নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারেননি। আমরা ভালো শুরু পেয়েও তা ধরে রাখতে না পারাটা বড় ভুল ছিল।’
এর আগে, টস হেরে ব্যাটিং পেয়ে স্যান্টনারের বাঁহাতি স্পিনে কাবু হয়ে বাংলাদেশ করতে পারে মাত্র ১১০ রান। ওই রান টপকাতে এক পর্যায়ে ৪৯ রানে ৫ উইকেট হারালেও পরে আর বিপদ বাড়েনি স্বাগতিকদের। ১৪.৪ ওভারে ৫ উইকেটে ৯৫ রান তোলার পর নামে ঝুম বৃষ্টি, এতে আর খেলা হয়নি। ফলাফল আসে বৃষ্টি আইনে।
২০২৩ সালে বাংলাদেশ খেলেছে ৫০টি ম্যাচ। নিজেদের ৩৭ বছরের ক্রিকেট ইতিহাসে এক বছরে এর আগে এতগুলো ম্যাচ খেলেনি টাইগাররা। বছরের শেষ দিনে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই ম্যাচের অর্ধশতক পূরণ করল নাজমুল হোসেন শান্তর দল।
নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি কোনো সিরিজ জিততে না পারলেও দুই সংস্করণে প্রথমবার সেদেশে দুটি জয় নিয়ে ফিরছে লাল সবুজের প্রতিনিধিরা। এটা ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় প্রাপ্তি।