চার মাস পর জিতল মেসি-সুয়ারেজবিহীন মায়ামি
সময়টা মোটেও ভালো যাচ্ছিল না যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির। মেসির-সুয়ারেজদের মতো তারকা ফুটবলারদের খেলিয়েও জয়ের দেখা পাচ্ছিল না ক্লাবটি। সবশেষ ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর ম্যাচ জিতেছিল ইন্টার মায়ামি। এরপর থেকেই অধরা জয়ের খোঁজে ছিল দলটি। শেষমেশ প্রাক-মৌসুম প্রস্তুতিতে হংকং একাদশকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল ক্লাবটি।
আজ রোববার (৪ ফেব্রুয়ারি) প্রীতি ম্যাচে মেসি-সুয়ারেজবিহীন মায়ামি হংকং একাদশকে হারিয়েছে ৪-১ গোলে। দলের হয়ে একটি করে গোল করেছেন রবার্ট টেইলর, লসন সান্ডারল্যান্ড, লিওনার্দো কাম্পানা ও রায়ান সাইলর।
মেসি-সুয়ারেজকে ছাড়া একাদশ গড়লেও গোলের জন্য ৪০তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মায়ামিকে। স্ট্রাইকার রবার্ট টেলরের গোলে এগিয়ে যায় মায়ামি। তবে, লিড ধরে রাখতে পারেনি দলটি। ম্যাচের ৪৩তম মিনিটে হেনরি অ্যানিয়ের গোলে সমতায় ফেরে হংকং একাদশ। যার ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
অবশ্য, বিরতির পর ফের এগিয়ে যায় মায়ামি। ম্যাচের ৫০তম মিনিটে সান্ডারল্যান্ড স্কোরশিটে নাম তোলেন। এরপর তৃতীয় গোলের দেখা পেতেও সময় লাগেনি দলটির। ম্যাচের ৫৬তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন লিওনার্দো কাম্পানা।
এরপর বেশকিছু আক্রমণ করলেও আর ব্যাবধান বাড়াতে পারছিল না মায়ামি। সেই আক্ষেপ মেটান রায়ান সাইলর। ম্যাচের ৮৫তম মিনিটে ব্যবধান ৪-১ করেন তিনি। বাকি সময় আর গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।
ম্যাচ জিতলেও মায়ামির ভক্তদের জন্য দুঃসবাদ মেসির চোটে পড়া। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন আর্জেন্টিাইন তারকা। সে কারণে আগামী কয়েকটি ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। সর্বশেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন আল-নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল মেসিরা। ওই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকাকে নামানো হয় ম্যাচের ৮৩ মিনিটে।