আবেগঘন বার্তায় ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুস
এক দশক ধরে রিয়াল মাদ্রিদের মধ্যমাঠের মধ্যমণি হয়ে ছিলেন টনি ক্রুস। মাদ্রিদ সবসময় সেরাদের সেরা। চ্যাম্পিয়ন্স লিগের রাজাদের সামনে আরেকটি ফাইনাল। এর মাত্র ১০ দিন আগে বিদায়ের ঘোষণা দিলেন ক্রুস। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর মাদ্রিদের জার্সি তুলে রাখবেন ক্রুস, সেটিই হবে তার শেষ ম্যাচ।
কেবল রিয়াল মাদ্রিদ নয়, জাতীয় দল জার্মানি থেকেও বিদায়ের ঘোষণা দিয়েছেন ক্রুস। ইউরো চ্যাম্পিয়নশিপের পর সবধরণের ফুটবলকে বিদায় জানাবেন এই মিডফিল্ডার। নিজের অফিসিয়াল ইন্সটাগ্রামে আজ মঙ্গলবার (২১ মে) বিদায়ের কথা জানালেন ক্রুস।
আবেগঘন এক বার্তায় ক্রুস বলেন– ‘১৭ জুলাই ২০১৪, মাদ্রিদে আমার প্রথম দিন। দিনটি আমার জীবন বদলে দিয়েছে। একজন ফুটবলার হিসেব, বিশেষত একজন মানুষ হিসেবে ভিন্ন আমার পথচলা শুরু হয়। বিশ্বের সবচেয় বড় ক্লাবে ১০ বছর কাটানোর পর থামতে হচ্ছে। চলতি মৌসুম শেষে আমি থামছি। কখনোই মাদ্রিদের এই লম্বা সময়টাকে ভুলব না। মাদ্রিদের সব ভক্তদের হৃদয় থেকে ভালোবাসা। মাদ্রিদই আমার শেষ ক্লাব। শেষের আগে একটাই লক্ষ্য, ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ।’
ক্লাবের পাশাপাশি জাতীয় দলকেও বিদায় জানানো ক্রুস যোগ করেন, ‘ইউরোর পর ফুটবলার হিসেবে আমার যাত্রা থামবে। জার্মানির জার্সিও তুলে রাখব। আমি সবসময় চেয়েছি, ক্যারিয়ারের সেরা সময়ে থাকাকালীন থামতে। আমার মনে হয়েছে, থামার এটিই উপযুক্ত সময়। ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ার নিয়ে গর্বিত ও খুশি।’