বিশ্বকাপে সেরাটা দিতে চান তানজিম সাকিব
আসছে আসছে করে প্রায় চলে এলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ২ জুন থেকে শুরু হবে মহাযজ্ঞ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় টুর্নামেন্টে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন বুনছেন ভক্তরা। আসর শুরুর আগে প্রত্যাশা অনুযায়ী প্রস্তুতি না হলেও মূলপর্বে ভালো করার প্রত্যয় বাংলাদেশের।
বিশ্বকাপে ১৫ জনের স্কোয়াডে আছেন পেসার তানজিম হাসান সাকিব। দেশ ছাড়ার আগে নিজের স্বপ্নের কথা জানালেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়মিত আয়োজন ‘দ্য গ্রিন রেড স্টোরি’-তে কথা বলেছেন সাকিব। ভিডিওটি প্রকাশিত হয় আজ বৃহস্পতিবার (৩০ মে)।
সাকিব বলেন, ‘বিশ্বকাপ সবসময়ই এক্সাইটিং টুর্নামেন্ট। সবার ইচ্ছা থাকে সেখানে ভালো করার। আমি যদি দলে সুযোগ পাই, যেন আমার সেরাটা দিতে পারি। আমার পারফরম্যান্সের মাধ্যমে দল যাতে ম্যাচ জিততে পারে।’
এ ছাড়া, জাতীয় দলে খেলার গল্প এবং নিজের আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন সাকিব। তিনি জানান, বড় মঞ্চে খেলতে গেলে ভয় পাওয়া যাবে না। নিজেকে তিনি সেভাবেই প্রস্তুত করেছেন। কখনও বিশ্বাস হারাননি।
সাকিব আরও বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই একটা স্বপ্ন থাকে, বিশ্ব ক্রিকেটে নিজ দেশের প্রতিনিধিত্ব করবে। বিশ্বকাপ দলে আমি আছি এটা স্বপ্নপূরণের মতো। আমি যখন থেকে অনূর্ধ-১৯ দলে খেলি, তখন থেকে আমার লক্ষ্য ছিল আন্তর্জাতিক ম্যাচ খেলব। কখনও মনে হয়নি, আন্তর্জাতিক ক্রিকেটে পারব না। নিজেকে আমি সেভাবেই তৈরি করেছি। আমার সবসময় মনে হয়েছে দাপটের সঙ্গে খেলতে হবে।’