নিষিদ্ধ হতে পারেন ইংলিশ তারকা বেলিংহাম
স্লোভাকিয়ার বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে হারতে বসেছিল ইংল্যান্ড। ৯৫তম মিনিটে দুর্দান্ত বাইসাইকেল কিকে দলকে বিদায়ের হাত থেকে বাঁচান তারকা ফুটবলার জুড বেলিংহাম। কিন্তু কোয়ার্টার ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেতে পারেন এই ফুটবলার। পড়তে পারেন নিষেধাজ্ঞায়।
জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ম্যাচে সমতাসূচক গোলের পর অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে বেলিংহামের বিরুদ্ধে। যা ফলে শাস্তি পেতে পারেন তিনি। উয়েফা থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বেলিংহ্যামের বিরুদ্ধে তদন্ত করার কথা জানানো হয়। ইংলিশ ফুটবল ফেডারেশনকেও ভর্ৎসনা করা হয়। সবমিলিয়ে কোয়ার্টার ফাইনালে এই মিডফিল্ডারকে হারানোর ঝুঁকিতে আছে ইংল্যান্ড।
অবশ্য, নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটি বার্তা দিয়ে জুড জানিয়েছেন এটি ছিল বন্ধুদের উদ্দেশ্যে। তিনি লেখেন, ‘স্টেডিয়ামে উপস্থিত কিছু ঘনিষ্ঠ বন্ধুর উদ্দেশ্যে রসিকতার অঙ্গভঙ্গি এটি। স্লোভাকিয়া দল যেভাবে খেলেছে, তাদের প্রতি সম্মান ছাড়া অন্যকিছু নেই।’
গত মৌসুমে লা লিগায় রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখেছিলেন বেলিংহাম। রেফারির দিকে ‘অসম্মানজনক আচরণ’ করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ইউরোর শেষ আটে আগামী শনিবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার আপ ইংল্যান্ড।
এর আগে, ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যানেজার দিয়েগো সিমিওনে অনুরূপ অঙ্গভঙ্গির পূর্ববর্তী ঘটনা ২০,০০০ ইউরো জরিমানা হলেও নিষিদ্ধ হয়নি। বেলিংহামের ক্ষেত্রেও তেমনটা হতে পারে বলে ধারণা ভক্তদের।