ফ্রান্স-পর্তুগাল ম্যাচে প্রথমার্ধে গোল পায়নি কেউ
লড়াইটা যতখানি ফ্রান্স-পর্তুগালের, তারচেয়ে কোনো অংশে কম নয় রোনালদোর জন্য। ইউরোর কোয়ার্টার ফাইনাল, নকআউটে হারলেই বাদ। জিতলে হাতছানি সেমি ফাইনালের। সেসব ছাপিয়ে, সবার চোখ ক্রিস্টিয়ানো রোনালদোয় আটকে আছে। ইউরোয় নিজের সম্ভাব্য শেষ ম্যাচ খেলছেন তিনি। পর্তুগাল হারলেই সমাপ্তি ঘটবে রোনালদো অধ্যায়ের।
এমন ম্যাচে জার্মানির হামবুর্গের ভক্সপার্ক স্টেডিয়ামে প্রথমার্ধ কেটেছে গোলশূন্য। ইউরোপের দুই পাওয়ার হাউজ ফুটবল দল প্রথম ৪৫ মিনিটে বলার মতো কোনো আক্রমণও তৈরি করতে পারেনি সেভাবে।
শুরু থেকেই অবশ্য চেষ্টা ছিল দুদলের। তবে, বল দখলের লড়াইয়ে রাখতে গিয়ে ঠিকভাবে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে পারেননি কেউ। পর্তুগালের দিক থেকে বলার মতো এতটিই আক্রমণ ছিল পুরো প্রথমার্ধে। ১৫ মিনিটের ব্রুনো ফার্নান্দেজের নেওয়া শটটি কর্ণারের বিনিময়ে বাঁচায় ফরাসি রক্ষণভাগ। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পে তার গতি দিয়ে পর্তুগিজ রক্ষণকে ছিটকে দিয়েছে একাধিকবার, পায়নি শেষ পরিণতি।
প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল পর্তুগাল। ব্যবধান ৫৬-৪৪ শতাংশ। আক্রমণে কেউই ভালো করেনি। সেলেকসাওরা যেখানে আক্রমণ করেছে মোটে দুটি, ব্লুরা করেছে তিনটি। বেশ ছন্নছাড়াই মনে হয়েছে দল দুটিকে। আক্রমণভাগে যা স্পষ্ট ফুটে উঠেছে। প্রথমার্ধে রোনালদো ছিলেন নিজের ছায়া হয়েই।