রিয়ালের চুক্তি নবায়নের প্রস্তাবে সাড়া দিলেন মদ্রিচ
ক্রোয়েশিয়ার জার্সিতে ফের কবে নামবেন লুকা মদ্রিচ? উত্তরটা জানা নেই কারও। জাতীয় দল নিয়ে ধোঁয়াশা থাকলেও ক্লাবের জার্সিতে এখনই থামতে চান না মদ্রিচ। যার ফলে এবার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করলেন ৩৮ বছর বয়সী এই তারকা।
গতকাল বুধবার (১৭ জুলাই) মদ্রিচের সঙ্গে চুক্তির বিষয়টি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে রিয়াল। আরও এক বছর সান্তিয়াগো বার্নাব্যুর দলটিতে থাকবেন তিনি। চুক্তির মেয়াদ আগামী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক সম্পন্ন হয়।
গত মৌসুমে রিয়ালের হয়ে মোট ৪৬ ম্যাচে মাঠে নামেন মদ্রিচ। কোচ কার্লো আনচেলত্তি তরুণদের প্রাধান্য দেওয়ায় শুরুর একাদশে খুব একটা সুযোগ মেলেনি। এরপরও লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে তার ছিল দারুণ ভূমিকা। যখনই সুযোগ পেয়েছেন, নিজেকে প্রমাণের চেষ্টা করেছেন।
২০১২ সালে রিয়ালে যোগ দেন মদ্রিচ। টটেনহাম থেকে লস ব্লাঙ্কোস শিবিরে এসে ক্লাব ফুটবলের সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন তিনি। গত ১২ মৌসুমে ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগাসহ মোট ২৬ ট্রফি জিতেছেন। ব্যক্তিগত সেরা পুরস্কারটিও রিয়ালের হয়েই জিতেছেন। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাঠে নেমেছেন ৫৩৪ ম্যাচে। তিনি গোল করেছেন ৩৯টি। স্বপ্নের ক্লাব রিয়াল থেকেই ফুটবলকে চিরতরে বিদায় জানাতে চান তিনি।