পাকিস্তান শাহিনসের বিপক্ষে নাটকীয় জয় বিসিবি এইচপির
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/29/bcb.jpg)
শেষ দিনে জয়ের জন্য বিসিবি এইচপির প্রয়োজন ছিল ছয় উইকেট। আর পাকিস্তান শাহিনসের ১৬০ রান। শেষ পর্যন্ত ম্যাচটিতে ৫ রানের নাটকীয় জয় তুলে নেয় এএচপি দল। এই ম্যাচে জয়ের নায়ক অধিনায়ক মাহমুদুল হাসান জয়। বল হাতে ১৩ ওভারে ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
প্রথম চারদিনের ম্যাচটি বাংলাদেশ হেরেছিল। জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় চারদিনের ম্যাচে খেলতে নামে এইচপি ক্রিকেটাররা। প্রথম দুইদিন ম্যাচের নিয়ন্ত্রণ ছিল এইচপির হাতেই। তৃতীয় দিনে দারুণ বোলিংয়ের ব্যাটারদের কল্যাণে ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের হাতে নেয় পাকিস্তান শাহিনস।
গতকাল রোববার (২৮ জুলাই) ২৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন শেষে দলটি ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৬ রান। হাতে ৬ উইকেট নিয়ে দিনের শুরুটা ভালোভাবেই সামাল দেন হাসিবউল্লাহ ও তৈয়ব তাহির। এই দুইজনের ৩০ রানের জুটির পর হাসিবউল্লাহ হাফসেঞ্চুরি করে আউট হন। সাজঘরে ফেরার আগে খেলেন ৫১ রানের ইনিংস।
এরপর ওমর বিন ইউসুফকে সঙ্গে নিয়ে তাহির দারুণ প্রতিরোধ গড়েন। এই দুইজনের ৬৫ রানের জুটিতে জয়ের সুবাস পেতে থাকে দলটি। কিন্তু আনপ্রেডিকটেবল দলটি জিততে পারেনি। হাতে ৩ উইকেট রেখে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু জয় ও হাসান মুরাদের ঘূর্ণিতে মাত্র ৩ রানের মধ্যে শেষ তিনটি উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় তারা।
এর আগে জয় ও আইচ মোল্লার হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৫৮ রান করে বাংলাদেশ। পরে রিপন মন্ডল ও রেজাউলের দুর্দান্ত বোলিংয়ে ১৭৯ রানে গুটিয়ে যায় শাহিনস। ৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২১৬ রান করলে জয়ের জন্য ২৯৬ রানের লক্ষ্য পায় পাকিস্তান শাহিনস।