খেলোয়াড়দের জয়ের মানসিকতা থাকাটা জরুরি
এক সপ্তাহের কম সময় বাকি বাংলাদেশ-পাকিস্তান সিরিজের। আগামী ২১ আগস্ট থেকে মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশের ক্রিকেটারদের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস অনেক। ক্রিকেটকে কেবল খেলাতেই সীমাবদ্ধ রাখেনি এ দেশের মানুষ। খেলা মানেই জয়-পরাজয় থাকবে। তবে, বাংলাদেশ দলের ক্ষেত্রে পরাজয়ের হতাশাটাই বেশি।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তুলনামূলক উন্নতি হলেও টেস্ট ক্রিকেটে বরাবরই পিছিয়ে লাল-সবুজের দল। দুই যুগ ধরে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার ফরম্যাটে খেললেও সাফল্য খুব একটা নেই। সম্প্রতি দেশের অবস্থাও বেশ নড়বড়ে। সবমিলিয়ে একটি জয় থমথমে বাংলাদেশে কিছুটা হলেও আনন্দের উপলক্ষ এনে দেবে। সেজন্য সবার আগে প্রয়োজন জয়ের মানসিকতা। এমনটিই মনে করেন বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদ।
সিরিজ খেলতে বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তান পৌঁছেছে। দুদিন করেছে অনুশীলনও। এর মাঝে লাহোরে গণমাধ্যমের মুখোমুখি হন মুশতাক। সেখানে নানা কথার মাঝে তিনি বলেন, ‘সবার আগে আপনাকে জয়ের ব্যাপারে বিশ্বাস রাখতে হবে। একটি সিরিজ খেলতে নামার আগে আপনার অবম্যই জয়ের মানসিকতা থাকা জরুরি।’
বাংলাদেশের স্পিন কোচ আরও যোগ করেন, ‘প্রথমে ম্যাচ জেতার বিশ্বাসটা রাখতে হবে। তারপর আমরা ঠিক করব কেমন হবে কম্বিনেশন। সেটি ঠিক করতে হলে আমাদের পিচ দেখতে হবে। মাঠের পরিবেশ দেখতে হবে। সেই অনুযায়ী দল সাজাব।’