অস্ট্রেলিয়ায় শামীমের দৃঢ়তায় ফাইনালে বাংলাদেশ এইচপি
অস্ট্রেলিয়ায় সময়টা দারুণ কাটছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের। প্রতিপক্ষ নর্দান টেরিটরিকে কোনো সুযোগ না দিয়ে ২১ রানের জয় তুলে নিয়েছেন আফিফ-শামীমরা। এই জয়ে আজ রোববার (১৮ আগস্ট) অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে বিসিবি এইচপি।
অস্ট্রেলিয়ার ডারউইনে আগে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে এইচপি দল। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রানে থামে নর্দান টেরিটরি।
আগে ব্যাট করতে নামা বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করে শামীম হোসেন। তার ব্যাট থেকে আসে অপরাজিত ৪১ রানের ইনিংস। আফিফ হোসেন ও মাহফুজুর রহমানের ছোট ছোট দুটি ইনিংস রাখে কার্যকরী ভূমিকা। যাতে বাংলাদেশ পায় লড়াইয়ের পুঁজি।
ব্যাটারদের এনে দেওয়া সংগ্রহকে যথেষ্ট বানান বোলাররা। রিপন মণ্ডল, রাকিবুল হাসানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশিদূর যেতে পারেনি নর্দান টেরিটরি। তবে, জ্যাক উইটহেরাল্ড চেষ্টা করেছিলেন। যদিও, তার ৩৪ রান শেষ ডর্যন্ত দলকে জেতাতে পারেনি। অপর প্রান্তে সতীর্থদের ব্যর্থতায় থামতে হয় জয় থেকে ২১ রান দূরে।
এইচপি দলের পক্ষে রিপন তিনটি ও রাকিব নেন দুটি। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স।