রাওয়ালপিন্ডি টেস্ট
বাংলাদেশি বোলারদের দেখেশুনে খেলছে পাকিস্তান
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষ হয়েছে সমানে-সমান। পাকিস্তানের চার উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ, পাকিস্তান তুলেছিল ১৫৮ রান। টেস্টের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) মাঠে নেমেছে দুদল। গতকাল বৃষ্টিতে ম্যাচের প্রায় অর্ধেক সময় খেলা না হলেও, আজ সময়মতো শুরু হয়েছে খেলা।
ব্যক্তিগত ৫৭ রান নিয়ে সৌদ শাকিল এবং ২৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় দিনে আজ দুজনই অপরাজিত এখন পর্যন্ত। দেখেশুনে খেলছেন বাংলাদেশি বোলারদের। ইতোমধ্যে পাকিস্তানের দলীয় সংগ্রহ ২০০ পার হয়েছে।
রাওয়ালপিন্ডিতে প্রথম দিনে লড়াই সমানে সমান
টস জিতে বোলিং বেছে নেয় বাংলদেশ। ইনিংসের শুরুটা দারুণ হয় বাংলাদেশের। নতুন বলে শুরুতেই ব্রেক থ্রু দেন হাসান মাহমুদ। তার অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করেন আব্দুল্লাহ শাফিক। তবে বল ব্যাটের বাইরের দিকে লেগে চলে যায় স্লিপের দিকে। সেখানেই ডান দিকে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নেন জাকির। দুই রানে থামে শফিকের ইনিংস।
দ্বিতীয় উইকেট এনে দেন শরিফুল ইসলাম। সপ্তম ওভারে শরিফুলের ব্যাক অব লেংথ ডেলিভারি ভেতরে ঢোকার মুখে রক্ষণাত্মক শট খেলার চেষ্টা করেন শান মাসুদ। কিন্তু পারেননি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় কিপারের হাতে। প্রথমে আম্পায়ার সাড়া দেননি। পরে রিভিউ নিয়ে তাকে বিদায় করে বাংলাদেশ। ১৪ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। শান মাসুদ করেন ছয় রান।
চারে নামা বাবর আজমকেও টিকতে দেননি শরিফুল। নিজের পরের ওভারেই বাবরকে বিদায় করেন তিনি। শরিফুলের লেগ স্টাম্পের বাইরের বল অন সাইডে খেলতে চেয়েছিলেন বাবর। কিন্তু টাইমিং মেলেনি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় কিপার লিটন দাসের হাতে। শূন্যতেই থেমে যায় বাবরের লড়াই।
এরপর দিনের চতুর্থ শিকার আসে শেষ সেশনের পানি বিরতির পর। উইকেটে থিতু হয়ে যাওয়া সাইম আইয়ুবকে নিজের দ্বিতীয় শিকার বানান হাসান মাহমুদ। ফেরার আগে ৪ চার ও ১ ছক্কায় ৯৮ বলে ৫৬ রান করেন সাইম। তার বিদায়ে ভাঙে ৯৮ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙে পাকিস্তানের।
এই চার উইকেট পড়ার পর রিজওয়ান ও শাকিল মিলে গড়েন প্রতিরোধ। এই জুটিতে ভর করেই দিনের বাকি অংশ লড়াই করে পার করে পাকিস্তান।