ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক
পাকিস্তানকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগেই হারিয়েছিল বাংলাদেশ। তবে, কিছুতেই পারছিল না টেস্টে জিততে। এবার সেই অধরা জয় পেল নাজমুল শান্তর দল। ২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে ঐতিহাসিক টেস্ট জয় তুলে নিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। আর ঘরের মাঠে এমন হার মেনে নিতে পারছেন না পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।
আজ রোববার (২৫ আগস্ট) পুরস্কারণ প্রদান অনুষ্ঠানে ম্যাচ হারের কারণ জানিয়ে মাসুদ বলেন, ‘চার পেসারকে খেলানো নিয়ে কোনো অযুহাত দিতে চাই না। প্রথমত আমরা যেভাবে ভেবেছিলাম, সেভাবে হয়নি। এর ওপর প্রথম দিনের অর্ধেক খেলাই বৃষ্টির কারণে বাতিল হয়। এরপর টেস্টটা ছিল মাত্র সাড়ে চার দিনের। আমরা এখানে ৯ দিন ধরে অবস্থান করছি। প্রায় প্রতিদিনই বৃষ্টির দেখা পেয়েছি। যদিও প্রথমদিনের বৃষ্টির পর পুরো ম্যাচটাই নির্বিঘ্নে হয়েছে।’
মাসুদ আরও যোগ করেন, ‘এটা বাদেও আমাদের আরও কিছু ভুল হয়েছে, উদাহরণস্বরুপ—পিচ দেখে আমরা চার পেসারকে খেলানোর সিদ্ধান্ত নেই। যেখানে স্পিনারদের প্রতিদিন ২৫-৩০ ওভার করার কথা, চার পেসার থাকার কারণে আমরা কিন্তু তেমনটা করিনি। তাড়াতাড়ি ইনিংস ঘোষণা করার মাঝখানে আমি কোনো ভুল দেখিনা। খেলাটাকে এগিয়ে নিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। আমরা কিন্তু গতকাল পর্যন্ত ড্রয়ের ভাবনা নিয়েই খেলেছিলাম। আমরা আগামী ম্যাচে একজন বাড়তি স্পিনার নিয়ে হয়তো খেলব।’
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ জিতেছে ১০ উইকেটে। অথচ চতুর্থ দিন পর্যন্ত মনে হচ্ছিল এই টেস্ট এগুচ্ছে নিষ্প্রাণ ড্রয়ের দিকে। শেষ দিনে পেস-স্পিনের মিশেলে দুর্দান্ত বোলিংয়ে চিত্রপট বদলে দেন বাংলাদেশের বোলাররা। দলকে পাইয়ে দেন রোমাঞ্চকর এক জয়।