বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের শেষ দিন যেমন থাকতে পারে আবহাওয়া
রাওয়ালপিন্ডিতে চলছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচের পঞ্চম ও শেষ দিন আগামীকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)। পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট জিততে বাংলাদেশের প্রয়োজন আরও ১৪৩ রান। হাতে আছে ১০ উইকেট। স্বাগতিকদের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে বাংলাদেশ আজ চতুর্থ দিন শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান নিয়ে।
বৃষ্টির কারণে তৃতীয় সেশনে মাত্র এক ওভার খেলা হয়। আম্পায়াররা বাকি সময়ের খেলা বাতিল করেন। এই ম্যাচের প্রথম দিন পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। পরের দুদিন বৃষ্টি বাগড়া না দিলেও দিয়েছে আজ। বৃষ্টির শঙ্কা আছে কালও। এমন খবরই দিয়েছে আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার।
অ্যাকুওয়েদার বলছে, রাওয়ালপিন্ডিতে কাল সকালে ঝড়ো বাতাস ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। খেলা শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে। সেই সময় বৃষ্টিপাতের শঙ্কা প্রায় ৪০ শতাংশ। অ্যাকুওয়েদার অবশ্য জানাচ্ছে, সকালের পর আকাশ পরিষ্কার হবে। তবে, থেমে থেমে ফের বৃষ্টি আসার শঙ্কা আছে।
এদিকে, চতুর্থ দিনের খেলার পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। এই পেসার জানান, বাংলাদেশের পরিকল্পনা ছিল সম্ভব হলে আজই ম্যাচ শেষ করার।
হাসান বলেন, ‘যদি আজ বৃষ্টি না হতো, তাহলে আমাদের চিন্তা ছিল কীভাবে বিকেলের মধ্যে (তৃতীয় সেশন) খেলা শেষ করা যায়। আমাদের ব্যাটাররা বেশ দেখেশুনে খেলেছেন। ভালো বলগুলো মেরেছেন তারা। আজ শেষ করতে না পারলে চিন্তা ছিল কাল প্রথম সেশনের মধ্যে কীভাবে শেষ করা যায়।’